Parliament Winter Session: অঙ্গভঙ্গি করে 'নকল', সঙ্গে ঠাট্টা-তামাশা! কল্যাণের উপর ক্ষুব্ধ ধনখড়
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Parliament Winter Session: অভিযোগ সেই সময়ে রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে 'মিমিক' করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়
নয়া দিল্লি: বিতর্ক জড়ালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন অধিবেশনের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। লোকসভার ৪৯ জন বিরোধী সাংসদকে এদিন সাসপেন্ড করা হয়। এদিন সকাল থেকে সংসদের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বিরোধী দলের সাংসদরা। অভিযোগ, সেই সময়ে রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে নিয়ে ‘মিমিক’ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
এরপরেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জগদীপ ধনখড়। তিনি বলেন, কোনও সাংসদের কাজ থেকে এমন ঘটনা আশা করা যায় না। অন্যদিকে তিনি নাম না করে নিশানা করেন রাহুল গান্ধিকেও। অভিযোগ, কল্যাণ মিমিকের ভিডিও রেকর্ড করে দিচ্ছিলেন রাহুল গান্ধি। সেই প্রসঙ্গ টেনে রাহুলকেও নিশানা করেন জগদীপ।
প্রসঙ্গত, এদিন ফের নতুন করে ৪৯ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। মোট এখনও পর্যন্ত ১৪১ জন সাংসদ সাসপেন্ড হয়েছেন। অন্যদিকে, এদিনই সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদে বিরোধীদের বিক্ষোভের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদি।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী মোদি বলেন, “সংসদে বিরোধী সাংসদের আচরণ খুবই দুঃখজনক। তাদের আচরণ থেকে মনে হয় যারা সংসদের নিরাপত্তা ভঙ্গ করেছে, তাদের বিরোধী দলের সমর্থন আছে।
advertisement
নতুন ভোটাররা সেই যুগ দেখতে পাবেন না, যখন প্রতিদিন একটি নতুন কেলেঙ্কারি হত। আমাদের বিরোধীদের কর্মকাণ্ড সম্পর্কে সচেতন করতে হবে। বিরোধীরা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এখানেই থাকতে হবে, আর এগোতে হবে না।”
সোমবার একঘণ্টায় সংসদের দুই কক্ষ থেকে সাসপেন্ড হয়েছেন ৭৮ জন বিরোধী সাংসদ। এর আগে আরও ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। গতকাল শীতকালীন অধিবেশনে সংসদে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ৯২। এদিন নতুন করে ৪৯ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। ফলে মোট সাসপেন্ড হওয়া সাংসদের সংখ্যা ১৪১।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2023 4:54 PM IST