Mahua Moitra News: মহুয়া মৈত্রকে কি আর প্রার্থী করবে না তৃণমূল? সাফ জানিয়ে দিলেন মমতা! বড় বার্তা

Last Updated:

Mahua Moitra News: এর আগেও মহুয়া মৈত্রকে প্রার্থী করা নিয়ে মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মহুয়াকে বড় বার্তা মমতার
মহুয়াকে বড় বার্তা মমতার
কলকাতা: ক্যাশ অন কোয়ারি বিতর্কে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। এ নিয়ে গোটা দেশ জুড়ে চর্চা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন সামনেই তো লোকসভা ভোট। মহুয়া মৈত্রকে কি লোকসভা ভোটে লড়ার জন্য টিকিট দেবে তৃণমূল? সাংবাদিকরা এই প্রশ্নটাই করেছিলেন তৃণমূল নেত্রীকে। আর সেই প্রশ্নের উত্তর একেবারে সোজাসাপটাই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহুয়া মৈত্রকে কি ফের টিকিট দেবে তৃণমূল? তিনি কি প্রার্থী হবেন? মমতার সাফ জবাব, ”তৃণমূলের সংসদীয় নির্বাচনী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। দল ওঁর (পড়ুন মহুয়া মৈত্র) পাশেই আছে।”
এর আগেও মহুয়াকে প্রার্থী করা নিয়ে মুখ খুলেছিলেন মমতা। বলেছিলেন, ”প্রার্থী না হওয়ার তো কারণ এখনও পর্যন্ত দেখছি না। তাছাড়া ওকে তো পার্টি প্রেসিডেন্ট করা হয়েছে কৃষ্ণনগরে। তাছাড়া পার্টি তো ওর পেছনে দাঁড়িয়েছে। ধ্বনি ভোটে হয়েছে। ভোট রেকর্ড করা হয়নি। হাত তুলে ভোট। চেঁচিয়ে ভোট আর কী! কোনওরকম স্কোপ না দিয়ে।”
advertisement
advertisement
advertisement
সোমবার দিল্লির বঙ্গ ভবনে পরপর বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা। সেখানেই মহুয়াকে আলাদা করে বার্তা দিয়েছেন তিনি। আগেও মহুয়ার পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মমতাকে। এবার কার্যত মহুয়ার সরাসরি পাশে দাঁড়ালেন নেত্রী। টাকা নিয়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়ার বিরুদ্ধে।
advertisement
অভিযোগ ওঠে, মহুয়া তাঁর লোকসভার লগ ইন আইডি বাইরের কাউকে দিয়েছিলেন। এ ক্ষেত্রে তিনি সংসদের নিয়ম লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগেই মহুয়ার সাংসদ পদ খারিজের প্রস্তাব দিয়েছিল এথিক্স কমিটি। পরে সেই প্রস্তাবেই সায় দেন লোকসভার স্পিকার। সেই ঘটনার পর দিল্লি গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের কথা আছে তাঁর। সূত্রের খবর, তার আগে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে মহুয়াকে মমতা বলেছেন, “চিন্তা করার কিছু নেই। আর মাত্র কয়েক মাস। জিতে দেখিয়ে দাও।”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Moitra News: মহুয়া মৈত্রকে কি আর প্রার্থী করবে না তৃণমূল? সাফ জানিয়ে দিলেন মমতা! বড় বার্তা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement