Firhad Hakim: খাস কলকাতায় এ কী ধরলেন মেয়র ফিরহাদ, চমকে উঠল শহর! কী এমন ধরা পড়ল?

Last Updated:

Firhad Hakim: মেয়রের অভিযোগ পুকুর ভরাতে শহর কলকাতায় ব্যবহার করা হচ্ছে ভাঙা বাড়ির রাবিশ।

বেআইনি লরি ধরলেন ফিরহাদ
বেআইনি লরি ধরলেন ফিরহাদ
কলকাতা: কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবার স্বয়ং নিজে হাতেনাতে ধরলেন অবৈধ রাবিশ বোঝাই গাড়ি। দূষণ ছড়ানোর পাশাপাশি এই ধরনের মেটেরিয়াল দিয়ে জলাশয় বোজানোর কাজ হয় বলে অভিযোগ মেয়রের। পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মেয়র। কলকাতা পুলিশ কমিশনারকে অবিলম্বে এই ঘটনার কথা জানান মেয়র। ডায়মন্ড হারবার রোড এবং মাঝেরহাট ব্রিজে নজরদারি চালানোর পরামর্শ দেন তিনি।
মেয়রের অভিযোগ পুকুর ভরাতে শহর কলকাতায় ব্যবহার করা হচ্ছে ভাঙা বাড়ির রাবিশ। যা আইনত দণ্ডনীয়। এরপরেই ১৪ নং বোরোতে প্রশাসনিক বৈঠক করতে যাওয়ার পর এমনই এক রাবিশ ভর্তি লরিকে আটক করে কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
advertisement
advertisement
অভিযোগ করেছেন শুধু বেআইনি ভাবে রাবিশ বহন করাই নয়। দেখা যাচ্ছে আটক করা গাড়িগুলোর কোনও বৈধতাই নেই। মানে ১৫ বছরের পুরোনো। এমনকি বহু ক্ষেত্রে গাড়ির নম্বর প্লেট থাকে না বলেও অভিযোগ করেছেন মেয়র।
এদিকে, মেয়রের এহেন ঘটনার পর কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ফেসবুকে লেখেন, ”মাননীয় মেয়র পুকুর বোজানোর জন্য মাটি বোঝাই লরি নিজেই ধরলেন,ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে, পুকুর বোজাচ্ছে তো আপনার দলের কাউন্সিলররা, সেখানে আপনি কী করলেন?”
বাংলা খবর/ খবর/কলকাতা/
Firhad Hakim: খাস কলকাতায় এ কী ধরলেন মেয়র ফিরহাদ, চমকে উঠল শহর! কী এমন ধরা পড়ল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement