দিল্লিতে কি নতুন সমীকরণের সঙ্কেত? খাড়্গের ডাকা বৈঠকে হাজির মমতার তৃণমূল
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বর্তমানে দিল্লি সফরে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায়, খাড়্গের এদিনের ডাকা বৈঠকে তৃণমূলের উপস্থিতি, নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
#নয়াদিল্লি: দিল্লিতে একের পর এক চমক। প্রথমে পুর নির্বাচনে কেজরির ঝাড়ুতে সাফ হয়ে গেল বিজেপি, আর তারপর ম্যাজিক দেখিয়ে দিলেন মল্লিকার্জুন খাড়্গে নিজেই।
না, দিল্লি পুরনির্বাচনে কোনও জাদু দেখাতে পারেনি কংগ্রেস। কিন্তু, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের ডাকা বিরোধীদের বৈঠকে দেখা গেল দুই দলকে। এক, আম আদমি পার্টি এবং দুই, তৃণমূল কংগ্রেস।
advertisement
advertisement
আজ থেকেই শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। অধিবেশন চলাকালীন বিরোধীদের কৌশল কী হবে, কোন কোন বিষয়ে একত্রে সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে, এমন নানা ইস্যু নিয়ে আলোচনা করতে বুধবার নয়াদিল্লিতে একটি বৈঠক ডেকেছিলেন কংগ্রেসের নব নির্বাচিত সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে। বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন সমমনস্ক বিরোধী দলগুলিকে।
advertisement
এদিন খাড়্গের ডাকা বৈঠকে আপ এবং তৃণমূলের প্রতিনিধি ছাড়াও যোগ দিয়েছিলেন ডিএমকে, আরজেডি, এনসিপি, ন্যাশনাল কনফারেন্স এবং বাম দলগুলির প্রতিনিধিরা।

বৈঠক শেষে ছবি ট্যুইট করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেন খাড়্গে। লেখান, "প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সংসদের আলোচনায় বিরোধীরা আরও বেশি সুযোগ পাবেন। আমরাও সরকারের কাছে সেরকমই আশা করছি।" চলতি অধিবেশনে পেশ করা হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ বিল। ট্যুইটে সেই কথাও উল্লেখ করেন খাড়্গে।
advertisement
তবে, আপ এবং তৃণমূলের খাড়্গের এই বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি অবাক করেছে বহু রাজনীতির কারবারিকে। সাম্প্রতিক অতীত ঘাঁটলে দেখা গিয়েছে, কংগ্রেসের সঙ্গ পারতপক্ষে এড়িয়েই চলেছেন মমতা। সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মুখ কে হতে পারে, তা নিয়ে প্রকাশ্যে না হলেও টানাপড়েনে জড়িয়েছে দুই দল। তৃতীয় ফ্রন্ট তৈরির ক্ষেত্রেও কংগ্রেসের তেমন আগ্রহ চোখে পড়েনি।
advertisement
তার উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কংগ্রেসের লোকসভা সাংসদ অধীর চৌধুরীর একের পর এক মন্তব্যও কংগ্রেস-তৃণমূল দূরত্বের অন্যতম কারণ বলে মনে করে বিশেষজ্ঞ মহল।
গত ২৯ নভেম্বর শীতকালীন অধিবেশন পূর্ববর্তী পর্যায়ে বিরোধীদের নিয়ে আরও একটি বৈঠক ডেকেছিলেন মল্লিকার্জুন খাড়্গে। কিন্তু, সেই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। এমনকি, এর আগে বাদল অধিবেশনের সময়েও এই ধরনের বৈঠক এড়িয়ে গিয়েছে তৃণমূল।
advertisement
বর্তমানে দিল্লি সফরে রয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায়, খাড়্গের এদিনের ডাকা বৈঠকে তৃণমূলের উপস্থিতি, নিঃসন্দেহে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 5:36 PM IST