Mahua Moitra On RG Kar: ‘আমার-আপনার সঙ্গেও হতে পারত...’, RG করে ধর্ষণ নিয়ে মুখ খুললেন মহুয়া, করলেন সাবধান!

Last Updated:

Mahua Moitra On RG Kar: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র
মহুয়া মৈত্র
কলকাতা : আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং হত্যাকাণ্ডে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। সাংসদ তথা তৃণমূল নেত্রী বৃহস্পতিবার রাতে চার মিনিট আট সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তা শেয়ার করে বলেন, “কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে এই আন্দোলন নিঃসন্দেহে নায্য। এটি একটা ন্যূনতম দাবি।”
‘৯ অগাস্ট ভোররাতে সরকারি আরজি কর হাসপাতালের চত্বরে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা আমাদের সকলকে নাড়িয়ে দিয়েছে।’ মহুয়া বলেন, ‘এই ঘটনার পরে যন্ত্রণার যে পরিবেশ তৈরি হয়েছে, সুরক্ষা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে এবং রাস্তায় যে প্রতিবাদ চলছে, তা আমরা বুঝি। এই ভয়টা বাস্তব। এই নিরাপত্তাহীনতার আশঙ্কা বাস্তব। এটা আমার বা আপনার সঙ্গেও হতে পারত। এটা যে কোনও মহিলার সঙ্গে হতে পারত। বাড়ি ছেড়ে রোজ আমরা আমরা যখন রোজ খাচ্ছি, তখন আমরা ন্যূনতম যে বিষয়টার আশা করতে পারি, সেটা হল যে কর্মক্ষেত্রে সুরক্ষা থাকবে। এটা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। আর সেই উদ্বেগের কারণেই রাস্তায় প্রতিবাদ চলছে। আমরা সেটার প্রতি সম্মান জানাচ্ছি। আমরা তাঁদের পাশে আছি।’ সেইসঙ্গে কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে চিকিৎসক এবং জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছেন, তাও ‘ন্যায়সংগত’ বলে দাবি করেছেন মহুয়া।
advertisement
advertisement
একইসঙ্গে আরজি করে ঘটনা নিয়ে শাসকবিরোধী অপপ্রচার ও মিথ্যা প্রচার বন্ধ করার দাবি তোলেন মহুয়া। সতর্ক করে কৃষ্ণনগরের সাংসদ বলেন, এরকম একটি যন্ত্রণার মুহূর্তে অনেক ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠছে যে প্রশাসনের তরফে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেইসব অভিযোগ সম্পূর্ণ ভুয়ো এবং ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ দেখে ১২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
মহুয়া মৈত্রের দাবি, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় পদক্ষেপ করেছেন। বাংলায় যাতে মহিলারা সুরক্ষিত থাকেন, সেজন্য সবরকমের পদক্ষেপ করা হচ্ছে। আমাদের ‘লাপাতা লেডিস’, ‘গুঙ্গি গুড়িয়া’ বলে যে আক্রমণ করা হচ্ছে, তা পুরোপুরি রাজনৈতিক কারণে হচ্ছে। যে রাজনৈতিক আক্রমণের মুখে আমাদের আগেও পড়তে হয়েছে। সেটার বিরুদ্ধে আমরা লড়াই করব।’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mahua Moitra On RG Kar: ‘আমার-আপনার সঙ্গেও হতে পারত...’, RG করে ধর্ষণ নিয়ে মুখ খুললেন মহুয়া, করলেন সাবধান!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement