India: ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য 'ডোবে' বলুন তো...? সঠিক উত্তর জানেন না অনেকেই! 'নাম' শুনলে অবাক হবেন, নিশ্চিত
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
India: প্রশ্নটা চেনা হলেও উত্তরটা হয়ত অনেকেরই আজও অজানা। তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই অজানা তথ্যটি।
প্রত্যেকের পেশাগত জীবনেই অন্যতম স্বপ্ন থাকে পড়াশোনার পাঠ চুকিয়ে কী ভাবে একটি ভাল চাকরি পাওয়া যায় যাতে ভবিষ্যৎ জীবন সহজ হয় ও স্বচ্ছন্দে কাটে। এক্ষেত্রে সাধারণ জ্ঞান বাড়াতে কিছু প্রশ্ন ও তার উত্তর জানা জরুরি।
advertisement
সাধারণ জ্ঞানের পরিমণ্ডলে বিজ্ঞানের নানা বিষয় যেমন থাকবে তেমনই থাকবে দেশ, বিশ্ব এবং ইতিহাস সম্পর্কিত একাধিক তথ্য। এই তালিকায় এমন কিছু প্রশ্নও রয়েছে যা শুনলে আমাদের খুব সহজ মনে হলেও উত্তর প্রায় কারোরই জানা নেই। বা প্রশ্ন শুনে মাথা চুলকোবেন অনেকে।
advertisement
এমনই একটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজ আলোচনা করা যাক এই প্রতিবেদনে। আচ্ছা বলুন দেখি ভারতের কোন রাজ্যে সবার আগে সূর্যাস্ত হয়? জানেন কি এই প্রশ্নের উত্তর?
advertisement
আপনি নিশ্চই ভাবছেন এ অত্যন্ত অত্যন্ত সহজ প্রশ্ন। কিন্তু প্রশ্নটা চেনা হলেও উত্তরটা হয়ত অনেকেরই আজও অজানা। তাহলে চলুন এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই অজানা তথ্যটি।
advertisement
প্রতিদিন সকালে সূর্যোদয় আমরা প্রায়ই দেখি আবার সন্ধেতে চোখ আটকে যায় সূর্যাস্তের ছটায়। কিন্তু পৃথিবীর সর্বত্র যে একসাথে সূর্য ওঠে বা সূর্য ডোবে তা কিন্তু নয়।
advertisement
এলাকাভিত্তিক সূর্যোদয় হবার এই তারতম্যের কিছু বৈজ্ঞানিক কারণ রয়েছে। পৃথিবীর আহ্নিক গতির কথা আমরা সকলেই জানি। আর আজ এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব ভারতের কোন এলাকা প্রথম সূর্যাস্তের সাক্ষী থাকে।
advertisement
পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা ভারতের একেক জায়গায় একেকরকম মানুষ। একেকরকম তাঁদের বেশভূষা, খাদ্যাভাস, জীবনযাত্রা। তবে এত বৈচিত্রের মধ্যেও দেশের প্রতিটি মানুষের ঐক্য নিঃসন্দেহে অবাক করে।
advertisement
ভারতের কোন রাজ্যে সবচেয়ে আগে সূর্যাস্ত হয়?সূর্য পূর্ব দিকে উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়। যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, তাই ভারতে সূর্য প্রথমে অরুণাচল প্রদেশে অস্ত যাবে।
advertisement
