Maharashtra Crisis: পদত্যাগ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, সরাসরি জানিয়ে দিলেন শিবসেনা প্রধান
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Maharashtra Crisis: বুধবার রাতে সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সেই মামলার নিরিখে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এনসিপির অনিল দেশমুখ ও নবাব মালিক বৃহস্পতিবারের আস্থা ভোটে ভোট দিতে পারবেন।
#মুম্বই: মহারাষ্ট্রে সংকটে কার্যত অবসান হল বুধবার রাতে। পদত্যাগ করলেন মহা-বিকাশ আগাড়ির মুখ্যমন্ত্রী। বুধবার রাতে সাংবাদিক বৈঠকে সে কথা জানিয়ে দিলেন উদ্ধব ঠাকরে। বুধবার সুপ্রিম কোর্টে একটি মামলা হয়। সেই মামলার নিরিখে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এনসিপির অনিল দেশমুখ ও নবাব মালিক বৃহস্পতিবারের আস্থা ভোটে ভোট দিতে পারবেন। পাশাপাশি, শিবসেনার আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সরাসরি জানিয়ে দেয়, বৃহস্পতিবারই হবে আস্থা ভোট। তার পরেই রাত সাড়ে নটা নাগাদ উদ্ধব ঠাকরে জানিয়ে দেন, তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন।
যে বৈঠক উদ্ধব ঠাকরে বলেন, যে বিদ্রোহীরা গুয়াহাটিতে রয়েছেন, তাঁদের উদ্দেশ্য়ে বলছি, আপনারা অসমে কেন চলে গেলেন, কেন আপনার মাতশ্রীতে এলেন না। কেন আপনাদের কথা আমাদের বললেন না। আমার সঙ্গে কথা বলতেন, সকলের সঙ্গে কথা বলতেন, তাতেই সব কিছু স্বাভাবিক হত। কেন আপনারা এলেন না। আপনারা কালকে আসুন। আপনারা দায়িত্ব নিন। কালকে এসে আপনারা আস্থা ভোটের সামনে দাঁড়ান। তা হলেই হবে। কে কী সংখ্যা পাচ্ছে, তা নিয়ে আমার চিন্তা নেই। আমার পাশে যদি একজনও আমার সমর্থক হয়ে থাকেন, তা হলেই হবে। হতে পারে বৃহস্পতিবার আপনারা আস্থা ভোটে জয় পেলেন, কিন্তু তাতে কী হবে। বিদ্রোহী বিধায়কদের তিনি বলেন, যাঁদের শিবসেনা রাজকীয় জন্ম দিয়েছে, যাঁদের শিব সৈনিকরা বড় করেছে। তাঁদের ছেলেকেই এখন মাটিতে ফেলার চেষ্টা করছে। এই পাপ আমার, আমাকেই সহ্য করতে হবে।
advertisement
advertisement
শেষে আবেগ তাড়িত উদ্ধব বলেন, আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে কোনও দুঃখ পাচ্ছি না। আমরা মারাঠিদের জন্য কাজ করেছি, হিন্দুদের জন্য কাজ করেছি। আমরা আস্থা ভোটে সামনে দাঁড়াতে চাই না। আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়ছি। মুখ্যমন্ত্রী পদের পাশাপাশি আমি বিধান পরিষদের পর থেকেও আমি ইস্তফা দিচ্ছি। শিবসেনাকে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 9:45 PM IST