CM Uddhav Thackeray Govt: "আপনি এখন সংখ্যালঘু": মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে স্পষ্ট বার্তা রাজ্যপালের
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Maharashtra Political Crisis: রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং একে বেআইনি বলে অভিহিত করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে।
#মুম্বই: আগামিকাল, বৃহস্পতিবার আস্থাভোটের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। ভগত সিং কোশিয়ারি আরও জানিয়েছেন, বিজেপি এবং অন্যদের কাছ থেকে তিনি চিঠি পেয়েছেন যে উদ্ধব ঠাকরের সরকার এখন সংখ্যালঘু। “এটা স্পষ্ট যে শিবসেনা বিধায়কদের অধিকাংশই স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে তাঁরা মহা বিকাশ আঘাদি সরকার থেকে বেরিয়ে যেতে চান... এবং আপনি আপনার বিধায়ক এবং ক্যাডারদের এমনভাবে জয় করার চেষ্টা করছেন যা গণতান্ত্রিক নয়,” লিখেছেন রাজ্যপাল। ওই চিঠিতে লেখা হয়েছে, “আমি আত্মবিশ্বাসী যে আপনি এবং আপনার সরকার আস্থা হারিয়েছে এবং সরকার এখন সংখ্যালঘু।”
রাজ্যপাল জানিয়েছেন, ক্ষমতার পরীক্ষা সরাসরি সম্প্রচার করা হবে এবং একটি স্বাধীন সংস্থার মাধ্যমে বিধানসভা সচিবালয় ক্যামেরায় রেকর্ড থাকবে। “অবাধ ও সুষ্ঠু ভোটদান নিশ্চিত করার জন্য ভোট গণনার উদ্দেশ্যে সদস্যদের তাঁদের আসন থেকে উঠে বলার মাধ্যমে ভোট পরিচালনা করা হবে..” বলেন রাজ্যপাল কোশিয়ারি।
advertisement
advertisement
দেবেন্দ্র ফড়নবীসের নেতৃত্বে বিজেপি নেতারা রাজ্যপালের সঙ্গে দেখা করার এবং উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে দাবি করার একদিন পরেই রাজ্যপাল শক্তি পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবং একে বেআইনি বলে অভিহিত করে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন উদ্ধব ঠাকরে। আজই বিকেল পাঁচটায় তাঁর আবেদনের শুনানি করবে শীর্ষ আদালত।
advertisement
অন্যদিকে শিবসেনা বিদ্রোহীরা বুধবারই গুয়াহাটি থেকে গোয়ায় চলে যাচ্ছেন। ডেপুটি স্পিকারকে শিন্দে সহ ১৬ জন বিধায়ককে ‘ডিসকোয়ালিফাই’ ঘোষণা করার জন্য বলেছিলেন উদ্ধব। বিদ্রোহী শিবির এই পদক্ষেপকে বেআইনি বলে দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
আদালত বিদ্রোহী শিবসেনা বিধায়কদের নোটিশের জবাব দেওয়ার জন্য ১২ জুলাই পর্যন্ত সময় দিয়েছে। প্রায় ৪০ জন শিবসেনা বিধায়ক উদ্ধব ঠাকরের শিবির ত্যাগ করে একনাথ শিন্ডের শিবিরে যোগ দিয়েছেন। গুয়াহাটির একটি পাঁচতারা হোটেলে এক সপ্তাহ থাকার পরে, বিধায়করা অনাস্থা ভোটে অংশ নিতে মুম্বই থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে গোয়াতে যাবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 29, 2022 4:32 PM IST