Congress MP Manish Tewari Supports Agnipath: দেশজুড়ে অগ্নিপথের বিরোধিতা কংগ্রেসের, উল্টো সুর গেয়ে অস্বস্তি বাড়ালেন দলের এই সাংসদ

Last Updated:

Agnipath Recruitment Scheme: মণীশ তিওয়ারির মন্তব্য অগ্নিপথ আন্দোলনে কংগ্রেসের অবস্থানের বিপরীত।

Congress MP Manish Tewari
Congress MP Manish Tewari
#নয়াদিল্লি: কংগ্রেস সারা দেশ জুড়ে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখলেও উল্টো সুর কংগ্রেস্রই সাংসদ মণীশ তিওয়ারির গলায়। দল সমস্ত শক্তি দিয়ে এই প্রকল্পের বিরোধিতা করবে বলে দাবি করে দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, “কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি অগ্নিপথের উপর একটি প্রবন্ধ লিখেছেন। যদিও ভারতীয় কংগ্রেসই হল একমাত্র গণতান্ত্রিক দল যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে অগ্নিপথ জাতীয় নিরাপত্তা ও যুববিরোধী, আলোচনা ছাড়াই এই প্রকল্প চাপিয়ে দেওয়া হয়েছে।”
আইএএনএসকে মণীশ তিওয়ারি জানান, ১৯৭৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সামরিক বাহিনীর সঠিক পরিমাপ সহ প্রতিরক্ষা সংস্কারের প্রক্রিয়া শুরু হয়। ডোনাল্ড রামসফেল্ড ফোর্ড তখন প্রতিরক্ষা সচিব ছিলেন এবং প্রতিটি পরবর্তী প্রশাসন বিষয়টি দেখেছে। “রামসফেল্ড সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত করার ধারণাগত ভিত্তির সূচনা করেছিলেন কারণ তিনি যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত পরিস্থিতির ধারণা করতে পারেন। এমনকি চিনও ১৯৮৫ সালের দিকে পিএলএ-র সংস্কার প্রক্রিয়া শুরু করেছিল,” বলেন মণীশ।
advertisement
advertisement
“১৯৮৫ সালে PLA এর আকার কমিয়ে ১০ লাখ হয়; ১৯৯৭ সালে ৫ লাখ; ২০০৩ সালে  দু’ লাখ; ২০১৫ সালে তিন লাখ, এবং ২০১৭ থেকে চিনের পিপলস লিবারেশন আর্মি বাড়িয়ে ফের ২০ থেকে ১০ লাখ করা হচ্ছে,” বলেন মণীশ।
advertisement
মণীশ তিওয়ারি তাঁর বই ‘10 Flashpoints 20 Years’-এ উল্লেখ করেছেন কেন দেশের জরুরি ভিত্তিতে প্রতিরক্ষা সংস্কার প্রয়োজন। ভারতে প্রতিরক্ষায় ব্যয় করা প্রতি টাকার মধ্যে ২৫ পয়সা মাত্র পেনশনে যায়। “সরকার যে সংস্কারগুলি এখন বাস্তবায়িত করছে তা ১৯৯৯ সালে কার্গিল পর্যালোচনা কমিটি (KRC) সুপারিশ করেছিল,” বলেন মণীশ।
মণীশ তিওয়ারির মন্তব্য অগ্নিপথ আন্দোলনে কংগ্রেসের অবস্থানের বিপরীত। গত সপ্তাহেই মণীশ একটি ট্যুইটে বলেন, “আমি যুবকদের প্রতি সহানুভূতি প্রকাশ করি যারা অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। বাস্তবতা হল ভারতের একটি তরুণ সশস্ত্র বাহিনী প্রয়োজন, যেখানে প্রযুক্তি রয়েছে, অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে রয়েছে। সশস্ত্র বাহিনী কর্মসংস্থান গ্যারান্টি প্রোগ্রাম হওয়া উচিত নয়।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress MP Manish Tewari Supports Agnipath: দেশজুড়ে অগ্নিপথের বিরোধিতা কংগ্রেসের, উল্টো সুর গেয়ে অস্বস্তি বাড়ালেন দলের এই সাংসদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement