MP CM Shivraj Singh Chouhan for Modi: পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী...

Last Updated:

MP CM Shivraj Singh Chouhan for Modi: অবরোধে আটকে থাকার পর বাধ্য হয়ে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে আসা প্রধানমন্ত্রী দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর কদমে আসরে নেমেছে বিজেপি।

মোদির দীর্ঘায়ু কামনায় পুজো
মোদির দীর্ঘায়ু কামনায় পুজো
#ভোপাল: 'আপনে সিএম কো থ্যাংকস কহনা, কী ম্যাঁয় ভাটিন্ডা এয়ারপোর্ট তক জিন্দা লট পায়া' (আপনাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে দেবেন, আমি ভাটিন্ডা বিমানবন্দর পর্যন্ত বেঁচে ফিরতে পারলাম)৷ পঞ্জাবে অবরোধে আটকে গিয়ে সফর বাতিলের পর ভাটিন্ডা বিমানবন্দরে সেখানকার আধিকারিকদের উদ্দেশে এমনই মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi in Punjab)৷ সূত্রের খবর, অবরোধে আটকে থাকার পর বাধ্য হয়ে ভাটিন্ডা বিমানবন্দরে ফিরে আসা প্রধানমন্ত্রী দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন৷ ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জোর কদমে আসরে নেমেছে বিজেপি। পঞ্জাবের উপ মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গেরুয়া শিবির। এবার দেশের প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পুজোর আয়োজন করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (MP CM Shivraj Singh Chouhan for Modi)।
বৃহস্পতিবার ভোপালের গুফা মন্দিরে পুজোর আয়োজন করা হয় নরেন্দ্র মোদির দীর্ঘায়ু কামনায়। সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি শিবরাজ সিং চৌহান সহ বিজেপি-র শীর্ষ নেতারা। সেখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, ১০৮ জন পুরোহিত টানা তিন ধরে ওই মন্ত্র জপ করবেন। মন্দিরের মধ্যেই বসানো হয়েছে নরেন্দ্র মোদির বিশাল কাটআউটও। এছাড়া মধ্যপ্রদেশের অন্যান্য নানা মন্দির, দিল্লির মন্দিরেও চলছে পুজোআর্চা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বুধবার পঞ্জাব সফরে গিয়ে ভাটিন্ডা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হুসেইনওয়ালার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির৷ সেখানে শহিদদের জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধাজ্ঞাপনের কথা ছিল তাঁর৷ ভোটমুখী পঞ্জাবে আগে একটি জনসভাতেও ভাষণ দেওয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার সফর বাতিল করা হয়৷ তার বদলে প্রায় দু' ঘণ্টার দূরত্বের সড়ক পথ ধরেই রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়৷
advertisement
কিন্তু হুসেইনওয়ালার গন্তব্যস্থলের তিরিশ কিলোমিটার আগেই একটি উড়ালপুলের উপরে আচমকা কৃষকদের অবরোধের জেরে আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়৷ অবরোধের জেরে প্রায় ২০ মিনিট উড়ালপুলের উপরেই আটকে থাকেন প্রধানমন্ত্রী৷ এর পর তাঁর কনভয় ফিরে যায় ভাটিন্ডা বিমানবন্দরে। সেখানে ফিরেই আধিকারিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দেন প্রধানমন্ত্রী৷ ঘটনার জন্য পরোক্ষে পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারকেই দায়ী করেন তিনি৷
advertisement
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই নিরাপত্তা গাফিলতি মামলা পৌঁছল সুপ্রিম কোর্টে। আগামিকাল প্রধান বিচারপতি (Supreme Court) এনভি রামান্নার বেঞ্চে হবে এই মামলার শুনানি।
বাংলা খবর/ খবর/দেশ/
MP CM Shivraj Singh Chouhan for Modi: পঞ্জাবে 'প্রাণ সংশয়', মোদির দীর্ঘায়ু কামনায় মধ্যপ্রদেশে যা করলেন মুখ্যমন্ত্রী...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement