Kirti Azad joins TMC: দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকেই প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি আজাদ

Last Updated:

কীর্তি আজাদ ছাড়াও এ দিন দিল্লিতে তৃণমূলে যোগ দেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক কানওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন কুমার (Kirti Azad joins TMC)৷

কীর্তি আজাদকে তৃণমূলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
কীর্তি আজাদকে তৃণমূলে স্বাগত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
#দিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাত ধরেই দিল্লিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতা কীর্তি আজাদ (Kirti Azad joins TMC)৷ তৃণমূলে যোগ দিয়েই বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, এই মুহূর্তে দেশকে সঠিক দিশা দেখানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বকেই প্রয়োজন৷'
কীর্তি আজাদ (Kirti Azad) যে তৃণমূলে যোগ দিচ্ছেন, এ দিন সকালেই তা জানা গিয়েছিল৷ কীর্তি আজাদ ছাড়াও এ দিন দিল্লিতে তৃণমূলে যোগ দেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ার, প্রাক্তন জেডিইউ নেতা পবন ভার্মা৷ মুখ্যমন্ত্রীর দিল্লি সফরে এক ধাক্কায় জাতীয় স্তরে নিজেদের উপস্থিতি আরও জোরালো করল তৃণমূল কংগ্রেস৷
advertisement
advertisement
এ দিন সস্ত্রীক তৃণমূলে যোগ দেন কীর্তি আজাদ৷ তৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের উন্নতিতে কাজ করতে পারব ভেবেই আমি খুব খুশি৷ দেশকে সঠিক এবং নতুন দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বেরই প্রয়োজন৷ দেশের মধ্যে বিভাজন আটকে একতা ধরে রাখার চেষ্টা করব৷' কীর্তি জানিয়েছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার আগে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে কাজ করতে চান তিনি৷
advertisement
কীর্তি আজাদের বাবা ভগবৎ ঝা আজাদ বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন৷ রাজনীতিতে পা দিয়ে বিজেপি-তে যোগদান করেন প্রাক্তন এই মারকুটে উইকেটকিপার ব্যাটসম্যান৷ ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে দারভাঙা থেকে দু' বার সাংসদ নির্বাচিত হন কীর্তি আজাদ৷ কিন্ত দিল্লি ক্রিকেট বোর্ডে দুর্নীতির অভিযোগে প্রয়াত অরুণ জেটলির সমালোচনা করার জন্য ২০১৫ সালে কীর্তি আজাদকে বহিষ্কৃত করে বিজেপি৷ ২০১৯ সালে কংগ্রেসে যোগ দেওয়ার পর ধানবাদ কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে লড়লেও প্রায় পাঁচ লাখ ভোটে পরাজিত হন তিনি৷
advertisement
কীর্তি আজাদের স্ত্রী পুনম প্রথমে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন৷ কিন্তু ২০১৭ সালে আপ ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন পুনমও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kirti Azad joins TMC: দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকেই প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি আজাদ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement