Jagdeep Dhankhar in controversy: সংসদেও বিতর্কে ধনখড়, রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল সহ ইন্ডিয়া জোট!

Last Updated:

তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী প্রায় সব দলই ধনখড়ের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাবে সই করেছে৷

বিতর্কে জগদীপ ধনখড়৷
বিতর্কে জগদীপ ধনখড়৷
নয়াদিল্লি: নিরপেক্ষ নন, এই অভিযোগ তুলে রাজ্যসভার চেয়ারম্যানব এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট৷ বিরোধীদের অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে শাসক দল বিজেপিকে সুবিধে পাইয়ে দিচ্ছেন ধনখড়৷ বিরোধী কণ্ঠস্বরও দমন করছেন তিনি৷
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি এবং সমাজবাদী পার্টি সহ বিরোধী প্রায় সব দলই ধনখড়ের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাবে সই করেছে৷ সংবিধানের ৬৭ (বি) অনুচ্ছেদ অনুযায়ী এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে৷ তৃণমূলের দাবি, মোট ৭১ জন রাজ্যসভার সাংসদ ধনখড়ের বিরুদ্ধে আনা এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন৷
advertisement
advertisement
ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের এই পদক্ষেপের কথা স্বীকার করে নিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি দাবি করেছেন, এ ছাড়া বিরোধীদের সামনে আর কোনও পথ খোলা ছিল না৷ তাঁর দাবি, বিরোধীদের কাছে এই সিদ্ধান্ত নেওয়া যন্ত্রণাদায়ক হলেও সংসদীয় গণতন্ত্রকে রক্ষা করতেই এই পদক্ষেপ করতে হয়েছে৷ রাজ্যসভার সেক্রেটারি জেনারেলের কাছে এই অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয়েছে বলেও জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা৷
advertisement
বিজেপি অবশ্য স্বাভাবিক ভাবেই ধনখড়ের পাশেই দাঁড়িয়েছে৷ বিজেপি নেতা অরুণ সিং দাবি করেছেন, বিরোধীরাই সংসদে অচলাবস্থার জন্য দায়ী৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jagdeep Dhankhar in controversy: সংসদেও বিতর্কে ধনখড়, রাজ্যসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূল সহ ইন্ডিয়া জোট!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement