RG Kar Case: আরজি কর মামলার সুপ্রিম শুনানি: দ্রুত ট্রায়ালে জোর! সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে রাজ্যকে পদক্ষেপের নির্দেশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
- Reported by:Maitreyee Bhattacharjee
Last Updated:
Supreme Court- RG Kar Case: ৭ নভেম্বর শেষ আরজি কর মামলার শুনানি হয়েছিল। দেশের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মঙ্গলবারই প্রথম আরজি কর মামলার শুনানি হয়।
নয়াদিল্লি: ৭ নভেম্বর শেষ আরজি কর মামলার শুনানি হয়েছিল। দেশের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে মঙ্গলবারই প্রথম আরজি কর মামলার শুনানি হয়।
এদিন মামলার শুনানিতে আরজি কর মামালায় অন্যতম দুই অভিযুক্ত টালা থানার প্রাক্তন এসি এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষকে। পাশাপাশি শিয়ালদহ কোর্টে ট্রায়ালে যাতে দেরি না হয় সেই নিয়ে CJI বলেন, শিয়ালদহ কোর্টে ট্রায়ালে দেরি হলে মামলাটি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “শিয়ালদহ কোর্টে যদি বিচার প্রক্রিয়ায় দেরি হয়, তা হলে মামলাটি পরবর্তী শুনানির আগে শুনবে আদালত”।
advertisement
advertisement
পাশাপাশি পরিকাঠামোর উন্নতি নিয়ে জুনিয়র ডাক্তারদের যা দাবি দাওয়া ছিল সেই নিয়ে ১২ সপ্তাহের মধ্যে ন্যাশনাল টাস্ক ফোর্সকে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিন জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ রাজ্যের উপর নজরদারিতে নিরপেক্ষ তদন্ত দাবি করেন। এই নিয়ে সুপ্রিম কোর্ট এনটিএফের কাছে অভিযোগ জানাতে বলেন জুনিয়র ডাক্তারদের।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 3:27 PM IST