Indian Railways: ছট উৎসবে বিরাট উপহার, একাধিক রুটে ফেস্টিভ্যাল স্পেশ্যাল ট্রেন চালাবে রেল
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: ছট উৎসব যতই এগিয়ে আসছে, রেলের টিকিটের অভূতপূর্ব চাহিদা দেখা দিয়েছে, বিশেষ করে উত্তরভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে।
কলকাতা: সামনেই জনপ্রিয় ছট উৎসব। যতদিন এগিয়ে আসছে দেশের বিভিন্ন অংশে বিশেষত উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আসন্ন ছট উৎসবকে ঘিরে আনন্দ, আগ্রহ এবং উত্তেজনা বাড়ছে। প্রতিবছর শ্রদ্ধা ও ভক্তির এই উৎসব দেশের বিভিন্ন অংশ থেকে ভক্তদের উত্তর ভারতে বাড়ি ফেরার সাক্ষী বহন করে।
ছট উৎসব যতই এগিয়ে আসছে, রেলের টিকিটের অভূতপূর্ব চাহিদা দেখা দিয়েছে, বিশেষ করে উত্তরভারতগামী এক্সপ্রেস ট্রেনগুলিতে। নিয়মিত যাত্রার ট্রেনগুলিতে বিশাল অপেক্ষার তালিকা, যেমন 13185 গঙ্গাসাগর এক্সপ্রেসে 14.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার- 399, এসি 3 টায়ার-144, এসি 2 টায়ার -49। 15.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, এসি 3 টায়ার-146, এসি 2 টায়ার-53। 16.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, 3A-140, 2A-73। 13019 বাঘ এক্সপ্রেসে 14.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-400, এসি 3 টায়ার-133। 15.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার- 400, এসি 3 টায়ার-157। 16.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-400, এসি 3 টায়ার-148।
advertisement
আরও পড়ুনঃ ফের ইডির তলব অভিষেককে, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
15047 পূর্বাঞ্চল এক্সপ্রেসে 14.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-389, এসি 3 টায়ার-129, এসি 2 টায়ার-48। 16.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা : স্লিপার- 395,এসি 3 টায়ার-180, এসি 2 টায়ার-62। 13155 মিথিলাঞ্চল এক্সপ্রেসে 16.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, এসি 3 টায়ার-114, এসি 2 টায়ার-58। 13105 বালিয়া এক্সপ্রেসে 14.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, এসি 3 টায়ার-87, এসি 2 টায়ার -31। 15.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, এসি 3 টায়ার -96, এসি 2 টায়ার -48। 16.11.2023 তারিখে ওয়েটিং লিস্ট তালিকা: স্লিপার-Regret, 3A-106, 2A-31।
advertisement
advertisement
পূর্বরেল ছট উৎসবের গুরুত্ব এবং তার সঙ্গে যুক্ত আবেগ সম্পর্কে পুরোপুরি সচেতন। রেলের টিকিটের অভূতপূর্ব চাহিদা মেটাতে, পূর্ব রেল বেশকিছু সক্রিয় পদক্ষেপ নিয়েছে। জনপ্রিয় রুটে টিকিটের প্রাপ্যতা যথাযথ করার পাশাপাশি, ইস্টার্ন রেলওয়ে ভ্রমণকারীদের চাহিদা মেটাতে এবং মূল গন্তব্যে পৌঁছানোর জন্য হাওড়া, আসানসোল, মালদহ এবং ভাগলপুর থেকে বিশেষ ফেস্টিভ্যাল ট্রেন চালাবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষ টিকিটের চাহিদা বাড়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছে, তবে ভ্রমণ পরিকল্পনা সুরক্ষিত করতে যত তাড়াতাড়ি সম্ভব টিকিট বুক করে নিন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 10:25 AM IST