Abhishek Banerjee: ফের ইডির তলব অভিষেককে, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
ED Summons Abhishek Banerjee: ফের হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি নোটিশ পাঠিয়ে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে।
কলকাতাঃ ফের হাজিরার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি নোটিশ পাঠিয়ে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার অভিষেককে হাজিরার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার রাতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এই নোটিশ পাঠায়৷ সূত্রের খবর, ইডি দফতরে আগামিকাল হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই সিবিআই এবং ইডি তাঁকে তদন্তে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর পরিবারের সদস্যদের নোটিশ পাঠায় ইডি। তাঁর স্ত্রী ও ব্যক্তিগত আপ্তসহায়ককেও জিজ্ঞাসাবাদ করা হয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো নোটিশ সম্পর্কে অবশ্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে লড়াই করার জন্যেই বারবার ডেকে পাঠানো হচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন, ডেকে পাঠানো আর নতুন কী? এজেন্সি তথ্য প্রমাণ পেলে ডেকে পাঠায়। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুনঃ বিড়াল দেখলেই দূর-দূর করেন? অজান্তেই রোজ বড় বিপদ ডাকছেন! কারণ জেনে উপায় খুঁজুন আজই
গত ১৩ সেপ্টেম্বর ইডি দফতর থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এর আগে নিট ফল ছিল ০। এখন আরও দু’নম্বর কমে হয়েছে -২, অর্থাৎ নিট ফল -২।” গত ২০ মে সিবিআই যে দিন অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, সে দিন প্রায় ৯ ঘণ্টা ৪০ মিনিট জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তৃণমূল সাংসদকে। নিয়োগ সংক্রান্ত মামলা সূত্রে গত ১৩ সেপ্টেম্বর ঠিক ৯ ঘণ্টা ১৫ মিনিট পর ইডির দফতর থেকে বেরোন অভিষেক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিরল নক্ষত্রযোগ! ধনতেরাস, কালীপুজোয় আমূল বদলাবে ৪ রাশির ভাগ্য? হাত দিলেই হবে সোনা
অভিষেক বলেছিলেন, “আমাকে টানা ৪ দিন জেরা করলেও মেরুদণ্ড বিক্রি হবে না। কারণ আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তবে ইডিকে আমি দোষ দিই না। ওঁরা কর্মী মাত্র। নির্দেশ পালন করাই ওঁদের কাজ।” এমনকি অভিষেক বলেছিলেন, “জটায়ু তাঁর বন্ধু ফেলুদাকে প্রশ্ন করেছিল, একই জিনিস আমরা একভাবে দেখছি , আর আপনি অন্য ভাবে দেখছেন, সেটা কী করে হয়? জবাবে ফেলুদা বলেছিলেন, আপনার আর আমার মধ্যে তফাত শুধু দৃষ্টিভঙ্গির। আপনারা আগে অপরাধী ঠিক করে নেন, পরে অপরাধ খোঁজেন। কিন্তু আমি আগে অপরাধ খুঁজি তারপর অপরাধীকে চিহ্নিত করি। ইডিও এখানে জটায়ুর মতোই আগে অপরাধী ঠিক করে নিচ্ছে, অপরাধ খুঁজছে না। হয়তো তাই তারা অপরাধের গভীরে পৌঁছতে পারছে না।”
advertisement
ইডির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অভিষেক বলেছিলেন, নারদা কেলেঙ্কারিতে এফআইআরে অভিযুক্ত শুভেন্দুকে গ্রেফতার করা হয়নি। উল্টে বিজেপি তাঁকে দলে নিয়েছে। সাড়ে ন’বছরে নারদার তদন্ত এগোয়নি। আর এই মামলায় ঠিক ভোটের সময় বা আমার কোনও রাজনৈতিক কাজ থাকলে তখনই ডাকা হয়। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে ওরা আগেও বহুবার প্রশ্ন করেছে। দু’বছর আগেও আমার কাছে এই একই প্রশ্ন এসেছিল। তখন কয়লা এবং গরু কেলেঙ্কারিতে জানতে চাওয়া হয়েছিল, এখন এই মামলায় জানতে চাওয়া হচ্ছে। সব দুর্নীতির টাকা লিপ্স অ্যান্ড বাউন্ডসে ঢুকেছে? একটি সন্তানকে কতজন মা গর্ভে ধারণ করবে? আসলে আমি যেহেতু সিইও তাই ইডির দায়িত্ব এটা প্রমাণ করা যে সুজয়কৃষ্ণ ভদ্র আমার বার্তা নিয়ে যেত।”
advertisement
ABIR GHOSHAL
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2023 9:02 AM IST