Dhanteras 2023 Zodiac: বিরল নক্ষত্রযোগ! ধনতেরাস, কালীপুজোয় আমূল বদলাবে ৪ রাশির ভাগ্য? হাত দিলেই হবে সোনা

Last Updated:
Dhanteras 2023 Zodiac: নক্ষত্র যোগে ধনতেরাস, কালীপুজোয় বদলাবে এই মানুষদের ভাগ্য। হবে সব সমস্যার সমাধান...
1/6
*সামনেই আসছে ধনতেরস, দীপাবলি ও কালীপুজো। স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে আনন্দে কাটাতে চাইবেন সকলে। তবে এই সময়ে নক্ষত্র যোগ অনুযায়ী অসিত শাস্ত্রী জানাচ্ছেন, পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও উন্নতির যোগ রয়েছে। এই শুভ যোগে কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে জেনে নিন।
*সামনেই আসছে ধনতেরস, দীপাবলি ও কালীপুজো। স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে আনন্দে কাটাতে চাইবেন সকলে। তবে এই সময়ে নক্ষত্র যোগ অনুযায়ী অসিত শাস্ত্রী জানাচ্ছেন, পাঁচ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ ও উন্নতির যোগ রয়েছে। এই শুভ যোগে কোন কোন রাশির ভাগ্য বদলাতে চলেছে জেনে নিন।
advertisement
2/6
*কেরিয়ার ও ব্যবসায় শুভ সংবাদ পাবেন মেষ রাশির জাতকরা। ঘর ও পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। ভাগ্যের সঙ্গে পাবেন মেষ রাশির জাতকরা। ফলে সমস্ত কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবেন তারা। কেরিয়ারের দিক দিয়ে এই সময়টিতে উন্নতির যোগ রয়েছে। কেরিয়ারে ইতিবাচক পরিণাম লাভ করবেন।
*কেরিয়ার ও ব্যবসায় শুভ সংবাদ পাবেন মেষ রাশির জাতকরা। ঘর ও পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। ভাগ্যের সঙ্গে পাবেন মেষ রাশির জাতকরা। ফলে সমস্ত কাজ সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবেন তারা। কেরিয়ারের দিক দিয়ে এই সময়টিতে উন্নতির যোগ রয়েছে। কেরিয়ারে ইতিবাচক পরিণাম লাভ করবেন।
advertisement
3/6
*বৃষ রাশির অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হয়ে যেতে পারে। 
*বৃষ রাশির অবিবাহিত জাতকদের বিয়ে পাকা হয়ে যেতে পারে। 
advertisement
4/6
*কর্কট রাশি মানুষদের সমস্ত কাজ পূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য সময় অত্যন্ত শুভ ও লাভজনক। ব্যবসায়ীরা পছন্দমতো ফলাফল লাভ করবেন। কোনও আর্থিক লগ্নি করলে ভবিষ্যতে ভাল ফল পেতে পারেন। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।
*কর্কট রাশি মানুষদের সমস্ত কাজ পূর্ণ হবে। ব্যবসায়ীদের জন্য সময় অত্যন্ত শুভ ও লাভজনক। ব্যবসায়ীরা পছন্দমতো ফলাফল লাভ করবেন। কোনও আর্থিক লগ্নি করলে ভবিষ্যতে ভাল ফল পেতে পারেন। দীর্ঘ দিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে।
advertisement
5/6
*বৃশ্চিক জাতকরা, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ। সমাজে মান-সম্মান লাভ করবেন এই রাশির জাতকরা। বড় কোনও ইচ্ছা পূরণ হবে। চাকরিজীবী জাতকেরা আয়ের একাধিক উৎস খুঁজে পাবেন। দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থাকলে, তাঁরা সাফল্য লাভ করবেন।
*বৃশ্চিক জাতকরা, যারা রাজনীতির সঙ্গে জড়িত, তাঁদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ। সমাজে মান-সম্মান লাভ করবেন এই রাশির জাতকরা। বড় কোনও ইচ্ছা পূরণ হবে। চাকরিজীবী জাতকেরা আয়ের একাধিক উৎস খুঁজে পাবেন। দীর্ঘদিন ধরে চাকরির খোঁজে থাকলে, তাঁরা সাফল্য লাভ করবেন।
advertisement
6/6
*বাকি রাশিদের ক্ষেত্রে কিছু সমস্যা, বাধার সম্মুখীন হলেও মোটামুটি ভালই যাবে। নক্ষত্র যোগ গণনায় উঠে আসছে বলে জানান অসিত শাস্ত্রী। তাই আগামী বিশেষ দিনগুলি কষ্টকে পাশে সরিয়ে আনন্দে মেতে উঠুন সকলে।
*বাকি রাশিদের ক্ষেত্রে কিছু সমস্যা, বাধার সম্মুখীন হলেও মোটামুটি ভালই যাবে। নক্ষত্র যোগ গণনায় উঠে আসছে বলে জানান অসিত শাস্ত্রী। তাই আগামী বিশেষ দিনগুলি কষ্টকে পাশে সরিয়ে আনন্দে মেতে উঠুন সকলে।
advertisement
advertisement
advertisement