ট্রেনে পিক-পকেট, ফোন ছিনতাইয়ে নাজেহাল যাত্রীরা! বড় পদক্ষেপ রেলের, একে একে ফেরাল 'হারানিধি'!
- Published by:Tias Banerjee
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
উদ্ধার হওয়া ১০০তম সেল ফোন বৈধ মালিকের হাতে তুলে দিলেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার।
যাত্রী পরিষেবা বৃদ্ধি এবং রেলওয়ের সুরক্ষা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে বাড়ানোর লক্ষ্যে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ হিসাবে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব উদ্ধার হওয়া ১০০তম মোবাইল ফোনটি বৈধ মালিকের হাতে এবং আরও কয়েকটি সেলফোন সেগুলির মালিকদের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দিলেন ।
মালিগাঁওয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সদর দফতরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে। উদ্ধার হওয়া ফোনগুলিকে খুঁজে বের করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েলর অধীনস্থ রেলওয়ে সুরক্ষা বল (আরপিএফ)-এর সাইবার সেল। ফোনগুলিকে খুঁজে বের করার জন্য সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (সিইআইআর) নামক একটি উন্নত পোর্টাল ব্যবহার করা হয়েছে। এই পোর্টালটি তৈরি করেছে টেলি যোগাযোগ দফতর (ডিওটি)।
advertisement
advertisement
উক্ত অনুষ্ঠানে সাইবার সেল-এর অনলস প্রয়াসের প্রশংসা করে জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব বিশেষ ভাবে বলেন যে, রেলওয়ে নেটওয়ার্কের মধ্যে যাত্রীদের আস্থা ও সুরক্ষাকে নিশ্চিত করার ক্ষেত্রে এই ধরনের পদক্ষেপগুলি খুবই গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে প্রযুক্তিগত দক্ষতা এবং সাইবার সেল/আরপিএফ/উত্তর পূর্ব সীমান্ত রেলের দ্রুত পদক্ষেপ, সেই সঙ্গে যাত্রীদের সুরক্ষা, প্রযুক্তিকে গ্রহণ করা এবং উৎকৃষ্ট পরিষেবার প্রতি ভারতীয় রেলের দায়বদ্ধতার উপর আলোকপাত করা হয়। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের স্বাতন্ত্র্য এই যে তারাই ভারতের প্রথম জোনাল রেলওয়ে যারা সিইআইর-এর সুবিধা ব্যবহার করা অধিকার অর্জন করেছে।
advertisement
যা এই দিকটিকে তুলে ধরল যে, যাত্রীদের সুবিধার জন্য প্রযুক্তির উপর ভরসা করার ক্ষেত্রে সক্রিয় মনোভাব পোষণ করে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।আরপিএফ/এনএফআর-এর সাইবার সেল এ পর্যন্ত ৪৭০টি হারিয়ে যাওয়া ফোন/চুরি হয়ে যাওয়া সেলফোন ট্রেস করেছে এবং ১০২টি ফোন উদ্ধার করেছে। উল্লেখ্য, উদ্ধার হওয়া ৯৯টি ফোন ইতিমধ্যে সেগুলির মালিকদের কাছে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত এই উদ্যোগের অধীনে ২১জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
এদের মধ্যে আছে অপরাধী ও সেই সব মানুষ যারা ওই চুরি হয়ে যাওয়া মোবাইলগুলি নিয়েছে। রেলযাত্রীদের সফরের অভিজ্ঞতাকে সামগ্রিক ভাবে উন্নত করার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ প্রযুক্তি ও সক্রিয়তার নীতির মেলবন্ধন ঘটানোর জন্য সর্বদা বদ্ধপরিকর এবং সেই দিকটির প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 08, 2025 9:08 AM IST