Holi Celebration Attack: হোলি সেলিব্রেট করে ফেরার পথে ভয়ঙ্কর কাণ্ড! ভাঙা বোতলে কেটে ফেলে যুবকের গলা, জানুন সেই হাড়হিম করা ঘটনা...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Holi Celebration Attack: একটি মোটরসাইকেল দুর্ঘটনার পর তীব্র তর্কাতর্কির জেরে এক যুবককে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করা হয়, এরপর ভাঙা কাঁচ দিয়ে তার গলা কেটে ফেলা হয়।
নয়াদিল্লি: দিল্লির পূর্বাঞ্চলে এক ভয়াবহ ঝামেলার ঘটনায় ২৪ বছর বয়সী এক যুবকের নির্মমভাবে খুন হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার হোলি উদযাপনের পর বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আশীষ কুমার, যিনি একজন চা বিক্রেতা ছিলেন। পূর্ব দিল্লির কল্যাণপুরীর NH-24 এর কাছে এই ঘটনা ঘটে, যখন আশীষ তার বন্ধুদের সঙ্গে হোলি খেলে বাড়ি ফিরছিলেন।
advertisement
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পথ চলার সময় আশীষ ও তার বন্ধুদের মোটরসাইকেলের সঙ্গে অপর দুই বাইক আরোহীর সংঘর্ষ হয়। এর জেরে দু’পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। তখনই এক ব্যক্তি তার পকেট থেকে একটি মদের বোতল বের করে আশীষের মাথায় আঘাত করে, যার ফলে বোতলটি ভেঙে যায়। এরপর সেই ভাঙা কাঁচ দিয়েই আশীষের গলা কেটে ফেলে তারা।
advertisement
পুলিশ জানায়, ঘটনার পরপরই আহত অবস্থায় আশীষকে স্থানীয় এক হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কী বলছে? পূর্ব দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশ (DCP) অভিষেক ধানিয়া জানান, “১৪ মার্চ কল্যাণপুরী থানায় একটি PCR কল আসে, যেখানে NH-24 এর কাছে এক যুবকের গলা কেটে ফেলার খবর দেওয়া হয়। জানা যায়, দুই বাইক আরোহী এক ব্যক্তির ওপর হামলা চালিয়ে গলা কেটে তাকে মেরে ফেলে এবং রাজনগর, গাজিয়াবাদের দিকে পালিয়ে যায়।”
advertisement
আশীষের বন্ধু বিকাশ পুলিশকে জানান, তারা খোদা এলাকায় ফিরছিলেন। NH-24 মোড় পার হওয়ার সময় তাদের মোটরসাইকেল মাণ্ডাওয়ালি থেকে আসা অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা খায়। এরপরই বাকবিতণ্ডার একপর্যায়ে আশীষের ওপর হামলা চালানো হয়।
advertisement
অপরাধীদের শনাক্তকরণ ও গ্রেপ্তার – CCTV ফুটেজ ও অটোমেটিক নম্বর প্লেট রেকগনিশন (ANPR) প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের চিহ্নিত করা হয়। পাশাপাশি তাদের ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের সন্ধান পাওয়া যায়।
এরপর পুলিশ ৩০ বছর বয়সী পঙ্কজ কুমার সিনহা (গাজিয়াবাদ, উত্তরপ্রদেশ) ও ২৭ বছর বয়সী জিতু (মাণ্ডাওয়ালি, দিল্লি) নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, এই দুই অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 10:21 PM IST