Car Accident: গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাক! ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ভাইরাল, দেখুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Car Accident: মহারাষ্ট্রে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এক ড্রাইভার গাড়ি চালাতে চালাতেই হার্ট অ্যাটাকের শিকার হন৷ গাড়ি নিয়ন্ত্রনহীন হয়ে পড়তেই যা হল, দেখুন সেই ভাইরাল ভিডিও...
কোলহাপুর: মহারাষ্ট্রের কোলহাপুরে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, যেখানে গাড়ি চালানোর সময় হার্ট অ্যাটাকের কারণে এক চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সেই গাড়িটি একের পর এক ১০টি গাড়িকে ধাক্কা মারে। এই ভয়াবহ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্রের কোলহাপুরে এই দুর্ঘটনা ঘটে, যেখানে চালকের হৃদরোগজনিত কারণে মৃত্যু হয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একের পর এক গাড়িকে ধাক্কা দেয়। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি চালানোর সময় হঠাৎ করেই চালক অসুস্থ হয়ে পড়েন, যার ফলে গাড়িটি বেসামাল হয়ে যায় এবং দুর্ঘটনাটি ঘটে।
advertisement
advertisement
৫৫ বছর বয়সী ধীরজ পাটিল নামে এক ব্যক্তি মোরিস গ্যারেজ উইন্ডসর গাড়ি চালাচ্ছিলেন। ফ্লাইওভারের কাছে এসে তিনি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি অটো-রিকশা, একটি গাড়ি, একটি দু’চাকা বাহনসহ মোট ১০টি যানবাহনকে ধাক্কা মারেন। এই সংঘর্ষের ফলে গাড়িগুলো গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।
advertisement
পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে জানা যায়, ধীরজ পাটিলের মৃত্যু দুর্ঘটনার কারণে নয়, বরং হার্ট অ্যাটাকের কারণে হয়েছে। এই ঘটনা যখন ঘটে, তখন তিনি নিজের কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই দুর্ঘটনার ভিডিও রাস্তার পাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
महाराष्ट्र के कोल्हापुर में खतरनाक कार एक्सीडेंट का वीडियो CCTV में हुआ कैद
– भयानक हादसे में कार सड़क पर पलटकर फ्लाईओवर की दिवार से टकराई
– भीषण हादसे में कार ड्राइवर की हुई मौत
– सोशल मीडिया पर वायरल हुआ हादसे वीडियो….#Maharashtra #MaharashtraNews #Kohlapur #RoadSafety… pic.twitter.com/2wRsk42Ya7— Nedrick News (@nedricknews) March 15, 2025
advertisement
ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু – অন্যদিকে, উত্তরপ্রদেশের দেবরিয়ায় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৪ বছরের কিশোরী প্রিয়াংশী ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ম্যাচ দেখছিল। খেলার সময় বিরাট কোহলি আউট হতেই সে হঠাৎ করে সংজ্ঞাহীন হয়ে পড়ে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 9:30 PM IST