Holi Accident News: হোলির আনন্দে বদলে গেল শোক-এ! নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, জানুন...

Last Updated:

Holi Accident News: দেশজুড়ে হোলি উৎসব আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে উদযাপিত হচ্ছে। তবে এরই মধ্যে উত্তরপ্রদেশের বারাবাঁকি থেকে এক মর্মান্তিক খবর সামনে এসেছে। হোলি খেলার পর নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর ডুবে মৃত্যু হয়েছে। জানুন বিস্তারিত...

হোলির আনন্দে বদলে গেল শোক-এ! নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, জানুন...AI Image
হোলির আনন্দে বদলে গেল শোক-এ! নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, জানুন...AI Image
বারাবাঁকি: হোলির দিন সবাই রঙের উৎসবে মেতে থাকেন। তবে এর মধ্যেও একাধিক দুর্ঘটনা ঘটে। এই হোলিতেও তার অন্যথা হল না। কোথাও জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর, কোথাও আবার ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন অনেকে। উত্তর প্রদেশে সারাদিন মোটামুটি কিছু না কিছু লেগেই থাকল গোটা দিন।
উত্তর প্রদেশের বারাবাঁকি জেলার টিকৈতনগর থানার অন্তর্গত লোধে মউ গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। আরও ভাল করে বললে ঘটনাটি ঘটেছে সরযূ নদীর তীরে। জানা গিয়েছে, হোলি খেলার পর দুই শিশু নদীতে স্নান করতে নেমেছিল। এরপরেই তাদের চিৎকার শুনতে পান অনেকে।
advertisement
advertisement
এমন বেশ কিছুক্ষণ চলার পর স্থানীয়রা দেখতে পান তারা ডুবে যাচ্ছে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে এসডিএম গৌরসপুর প্রিয়া সিং ঘটনাস্থলে পৌঁছান। এরপর ডুবুরি দল নামানো হয় এবং তাদের উদ্ধার করে টিকৈতনগর সিএইচসি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
এদিকে, হোলির দিন বারাবাঁকিতে আরেকটি দুর্ঘটনা ঘটে। ভিটারিয়া-হৈদরগড় রোডে শুক্রবার দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় একজন যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাহরেলা গ্রামের বাসিন্দা অরবিন্দ তার বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাহরেলা এলাকায় অপর একটি বাইকের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন, পাশাপাশি অপর বাইকচালকও চোট পান।
advertisement
ঘটনার পর স্থানীয়রা আহত অরবিন্দকে রামসনেহিঘাট কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে জেলা হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালের সুপার ডাঃ অমরেশ বর্মা জানিয়েছেন, অরবিন্দের মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
advertisement
এছাড়াও, ফতেহপুর এলাকায় আরেকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। মদনপুর গ্রামের বাসিন্দা কুলদীপ কুমার একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ফেরার পথে অজ্ঞাত পরিচয়ের একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনাটি কাটঘরা নাহার ব্রিজের কাছে ঘটে। ধাক্কার তীব্রতায় কুলদীপ ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন। পুলিশি সহযোগিতায় তাকে ফতেহপুর কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং চিকিৎসা চলছে। এই দুর্ঘটনাগুলোর পর প্রশাসন সতর্কতা জারি করেছে এবং তদন্ত শুরু করেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Holi Accident News: হোলির আনন্দে বদলে গেল শোক-এ! নদীতে স্নান করতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু, জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement