‘শিক্ষিত মেয়েরা কেন এই ধরনের সম্পর্কে যাবেন?’ শ্রদ্ধা হত্যাকাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Last Updated:

আফতাব ছিলেন শ্রদ্ধার লিভ-ইন পার্টনার। তাঁর  মর্মান্তিক পরিণতিকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন মন্ত্রী।

Aftab Poonawala had killed his live-in partner Shraddha Walkar
Aftab Poonawala had killed his live-in partner Shraddha Walkar
#নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়ালকারের লিভ-ইন সম্পর্ক নিয়ে মন্তব্য করে বিতর্ক উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর। কেন্দ্রীয় মন্ত্রীর প্রশ্ন,  “শিক্ষিত মেয়েরা কেন লিভ-ইন সম্পর্কে যাবেন? যদি সম্পর্কে যেতেই হয়, তা হলে স্থায়ীভাবে যাওয়া ভাল। আইনি পদ্ধতিতে বিয়ে করে এক সঙ্গে থাকুন!”
শ্রদ্ধা ওয়ালকার খুনের ঘটনা সামনে আসতেই শিউরে উঠেছে গোটা দেশ! নিজের প্রেমিকাকেই খুন করে ৩৫ টুকরো করে কেটেছে প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশ সুত্রে জানা গিয়েছে, গ্রেফতারির পর জেলে নিতান্তই 'বিন্দাস' রয়েছে আফতাব! যে-সমস্ত পুলিশ আধিকারিকরা জেরা করেছেন, তাঁরাও রীতিমত হতবাক আফতাবের আচরণ দেখে! এরকম ঘৃণ্য-হিংস্র-নৃশংস অপরাধের পরও বিন্দুমাত্র অনুতাপ নেই আফতাবের। রীতিমত আত্মবিশ্বাসে ডগমগ করছে! রাতে দিব্য লক-আপে ঘুমাচ্ছে, খাচ্ছে! হিন্দিতে প্রশ্ন করা হলেও উত্তর দিচ্ছে ইংরেজিতে।
advertisement
নৃশংসতার সমস্ত সীমা-পরিসীমা ছাড়িয়ে গিয়েছে 'দিল্লির ডেক্সটার' আফতাব আমিন পুনাওয়ালা। পুলিশি জেরায় খুনি জানায়, শ্রদ্ধার দেহ টুকরো-টুকরো করে কাটার পর কাটা মাথার মুখ পুড়িয়ে দিয়েছিল যাতে কখনও কাটা মুন্ডুটা খুঁজে পাওয়া গেলেও, শ্রদ্ধাকে চেনা না যায়! তার প্ল্যানিং ছিল, যদি পরবর্তীতে কখনও শ্রদ্ধার কাটা মুন্ডু উদ্ধার হয়, যাতে কেউ বুঝতে না পারে সেটি শ্রদ্ধার-ই মাথা।
advertisement
advertisement
আফতাব ছিলেন শ্রদ্ধার লিভ-ইন পার্টনার। তাঁর  মর্মান্তিক পরিণতিকে উদাহরণ হিসাবে তুলে ধরেছেন মন্ত্রী। এই ঘটনা  থেকে শিক্ষা নেওয়ার কথাও বলেছেন৷ তার কী পরিণতি হল, সেটাও উদাহরণ হিসাবে তুলে ধরেছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর মতে, আফতাব-শ্রদ্ধার এই ঘটনা থেকেই মেয়েদের শিক্ষা নেওয়া উচিত৷ তাঁর কথায় লিভ-ইন সম্পর্কেও জড়ানো উচিত নয়।
রোমহর্ষক এই ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই প্রকাশিত হয়ে পড়ছে নৃশংসতা ও পৈশাচিকতা৷ আফতাবের পৈশাচিক আচরণের পাশাপাশি পরিশীলিত ভঙ্গিও অবাক করেছে তদন্তকারীদের৷ পুবিশি জেরায় সে ইংরেজিতে উত্তর দিয়েছে৷ ইংরেজিতেই জানায় যে সে খুন করেছে প্রেমিকাকে৷ তবে সে হিন্দিও জানে৷ এখন তদন্তে পুলিশের সন্দেহ প্রতিবেশীদের সন্দেহ এড়াতে গভীর রাতে পাম্প চালাত আফতাব৷ তার পর সাফ করত রক্তের দাগ৷ এমনিতেও পাড়ার কারওর সঙ্গে সদ্ভাব ছিল না আফতাবের৷ সন্ধ্যায় সাধারণত বাড়ি ফিরত৷ বেশির ভাগ দিনই খাবার অর্ডার করত অনলাইনে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘শিক্ষিত মেয়েরা কেন এই ধরনের সম্পর্কে যাবেন?’ শ্রদ্ধা হত্যাকাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যে বিতর্ক
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement