Suvendu Adhikari: কে গুরুপদ মাঝি? শুক্রবার 'বোমা' ফাটানোর প্রতিশ্রুতি শুভেন্দুর! তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
Suvendu Adhikari: নজরে শুক্রবার। মঙ্গলে ‘গরম’ শুভেন্দু অধিকারী। বুধে 'সময়' নিলেন। কাল কমিটমেন্ট রাখব, বললেন বিরোধী দলনেতা।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা- মঙ্গলে ‘গরম’ শুভেন্দু অধিকারী। বুধে 'সময়' নিলেন। শুভেন্দুর কথায়,' আদালত ইন্টারিম অর্ডার দিয়েছে। আবার পরশুদিন হাইকোর্টে আছে। পরশুদিন অ্যাসেম্বলি অবিচুয়ারির পরে আপনাদের সঙ্গে মিট করব। আমার কমিটমেন্ট রাখব'। ইডির চার্জশিট নিয়ে কী বোমা ফাটাবেন শুভেন্দু অধিকারী। গতকাল, বুধবার এ নিয়ে রাজনৈতিক মহলে ছিল কৌতূহল। কারণ, মঙ্গলবার শুভেন্দু অধিকারী বাঁকুড়ার রাইপুরের জনসভা থেকে হুঙ্কার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছিলেন, ইডি একটা চার্জশিট দিয়েছে গুরুপদ মাঝির বিরুদ্ধে। তাতে যা লেখা আছে আগামীকাল প্রকাশ করব। কে একটা বলেছিল না গলায় দড়ি দেবে। আগামীকাল হিসেব হবে'।
বিরোধী দলনেতার এই হুঙ্কার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের পাল্টা বক্তব্য ছিল,' ভোটের আগে আসানসোলের হোটেলে কোন কোল মাফিয়ার সঙ্গে দেখা করেছেন, ভিডিওগুলি কোর্টে জমা পড়ুকা না। একটা মামলা হোক'। শুভেন্দুর হুংকারের পরের দিনও সকাল সকাল আসরে নামে তৃণমূল। কুণাল ঘোষ টুইট করেন। পরে সাংবাদিক বৈঠকে সুর চড়ান কুণাল।
advertisement
advertisement
বলেন,' চার্জশিটে বিশ্বাস করার কিছু নেই। তদন্তকারী দলের কথা। এখন বিজেপির কথায় চার্জশিট লেখা হয়'। শেষমেশ অবশ্য বুধবার বোমা ফাটল না। আগামীকাল শুক্রবার পর্যন্ত নিজের কমিটমেন্ট রাখার সময় নিলেন শুভেন্দু। তবে ইডির চার্জশিট নিয়ে কিছু না বললেও কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত, ফেরার বিনয় মিশ্র নিয়ে এ দিন ফের মুখ খোলেন। বিনয় মিশ্রের সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে বলে সম্প্রতি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখনও এ দিনের মতোই সেই দাবি খারিজ করেন বিরোধী দলনেতা।
advertisement
ইডির চার্জশিট নিয়ে শুভেন্দু মুখ না খুললেও, শুভেন্দু- অভিষেক তরজা কিন্তু তুঙ্গে। আগামীকাল, শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে আভিযোগের কি বোমা ফাটান বিরোধী দলনেতা তা নিয়ে কৌতূহল তুঙ্গে। তবে শুভেন্দু-অভিষেক তরজার মাঝেই ইডি-র চার্জশিটে কী উল্লেখ আছে, শুভেন্দুর হুঙ্কার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 10:15 AM IST