'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
ঐন্দ্রিলার ঘনিষ্ঠ মহল সূত্রেই এরপর একের পর এক পোস্ট আসতে থাকে, যাতে বলা হয় ঐন্দ্রিলা এখনও লড়াই করছেন। তিনি ভেন্টিলেশনে আছেন আগের মতোই। সে কারণে এই খবর ভুয়ো।
#কলকাতা: বুধবার হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা শর্মা। সিপিআরে সাড়া দিলেও কাটেনি আশঙ্কা। তারই মধ্যে অভিনেত্রীর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। বুধবার মধ্যরাতে শোক প্রকাশ করে স্টেটাস দিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে রয়েছেন ঐন্দ্রিলার সতীর্থরাও।
অবশেষে মুখ খুললেন ঐন্দ্রিলার প্রেমিক সব্যসাচী। তিনি সোশ্যাল মিডিয়ায় জানালেন, "আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে ৷ ’’
advertisement
যদিও এর আগেই টলিপাড়ার অপর অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় নেটমাধ্যমে এক পোস্ট করেন। একটু রাগের সঙ্গেই। "সৌমিত্র চট্টোপাধ্যায়ের বেলা দেখেছিলাম , মারা যাবার দু’দিন আগেই ফেসবুক মেরে ফেলেছিল । ওরা মরে না। আসলে আমরাই মরে গেছি অনেকদিন আগে।"
advertisement
প্রসঙ্গত, অভিনেত্রী শ্রীতমা দে-ও এই বিষয়ে একটি পোস্ট করেন। তিনি লেখেন, ' তুমি নেই ভগবান। আবার প্রমাণ দিলে।' পোস্টে নাম না করলেও কমেন্ট বক্সে তিনি জনৈক নেটিজেনকে জানান, ঐন্দ্রিলা আর নেই। পরে যদিও সেই পোস্ট মুছে ফেলেন শ্রীতমা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 2:11 AM IST