Draupadi Murmu: প্রথম রাউন্ডের শেষে এগিয়ে দ্রৌপদী মুর্মু, সাংসদদের ভোটে পিছিয়ে যশবন্ত সিনহা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Presidential Election Counting: প্রথম রাউন্ডে সাংসদের ভোট প্রথমে গণনা করা হয়েছে। দ্রৌপদী মুর্মু তাতে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। ৭৪৮ টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫৪০ টি
#নয়াদিল্লি: চলছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা! আর প্রথম দফার গণনার পর অনেকটাই এগিয়ে গিয়েছেন এনডিএ-র রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু। ভোট গণনার প্রথম রাউন্ডে সাংসদের ভোট প্রথমে গণনা করা হয়েছে। দ্রৌপদী মুর্মু তাতে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। ৭৪৮ টি বৈধ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৫৪০ টি, যশবন্ত সিনহা পেয়েছেন ২০৪টি। জনসংখ্যা এবং বিধানসভা আসনের ভিত্তিতে তৈরি সূত্র ধরে, সাংসদদের ভোটের মূল্য ৫.২৩ লাখ (নির্বাচনী কলেজের প্রায় অর্ধেক)। এই নিয়মে দ্রৌপদী ৩.৭৮ লাখ পেয়েছেন; যশবন্ত সিনহা ১.৪৫ লাখ।
বিজেপি ইতিমধ্যেই দ্রৌপদী মুর্মুর বিজয় উদযাপনের প্রস্তুতি করে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকদেরও ধারণা, বিরোধীদের প্রার্থী যশবন্ত সিনহাকে ভোটে অনেকটাই পিছনে ফেলে দেবেন দ্রৌপদী। সংসদ ভবনে বেলা দেড়টা নাগাদ ভোট গণনা শুরু হয়। বিকাল ৪ টে নাগাদ ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিন সকাল ১১টায়, গণনা শুরু করার আগে রাজ্যগুলির ব্যালট বাক্স খোলা হয়েছিল।
advertisement
advertisement
সব মিলিয়ে, ৩৪ টি দল বিরোধী রাষ্ট্রপতি প্রার্থী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে এবং ৪৪ টি দল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন ঘোষণা করেছে৷ ভোট গণনার আগে সাংসদ ও বিধায়কদের ভোট আলাদা করা হবে। প্রতি সাংসদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭০০, প্রতিটি রাজ্যের বিধায়কের ভোটের মূল্য আলাদা।
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী প্রার্থীই সবচেয়ে বেশি ভোট পান এমন না, যিনি একটি নির্দিষ্ট কোটার চেয়ে বেশি ভোট পান তিনিই বিজয়ী। প্রতি প্রার্থীর ভোট যোগ করে, যোগফলকে দুই দিয়ে ভাগ করে এবং '১' যোগ করে কোটা নির্ধারণ করা হয়। যে প্রার্থী এই মূল্যের চেয়ে বেশি ভোট পান তিনি বিজয়ী। আগামী ২৫ জুলাই শপথ নেবেন নির্বাচিত রাষ্ট্রপতি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2022 3:05 PM IST