গরমে কাহিল পড়ুয়ারা, গোবর দিয়ে যা করলেন কলেজের প্রিন্সিপাল! ক্লাসরুম নিমেষে ঠান্ডা! ভিডিও দেখলে চমকাবেন
- Published by:Tias Banerjee
Last Updated:
Viral News: ছাত্রছাত্রীদের কষ্টের কথা ভেবে অভিনব উদ্যোগ নিলেন কলেজের প্রিন্সিপাল। কলেজের ক্লাসঘর নিমেষে ঠান্ডা! ভাইরাল ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কী হল কলেজে, দেখলে চমকাবেন।
গরমের দাবদাহে চারদিক জ্বলছে। তার মধ্যেই চলছে ক্লাস। ছাত্রছাত্রীদের কষ্টের কথা ভেবে অভিনব উদ্যোগ নিলেন কলেজের প্রিন্সিপাল। কলেজের ক্লাসঘর নিমেষে ঠান্ডা! ভাইরাল ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কী হল কলেজে, দেখলে চমকাবেন।
ঘটনাটি রাজধানী দিল্লির। তীব্র গরমের সতর্কতার মধ্যেই গরুর গোবরের প্রলেপ পড়ল শ্রেণিকক্ষে। ঘর ঠান্ডার উদ্যগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত লক্ষ্মীবাই কলেজে এই চমকপ্রদ পদক্ষেপ করা হল। কলেজের প্রিন্সিপাল প্রত্যুষা বৎসলাকে নিজেই এক শ্রেণিকক্ষে গরুর গোবরের প্রলেপ দিতে দেখা গিয়েছে।
advertisement
advertisement
The principal of Delhi University’s LB college has started the work of plastering the walls of the college with cow dung…!
No one can stop us from becoming the “Vishwa Guru!”@ShilpiSinghINC pic.twitter.com/sg6JdKPSvw
— 👑 SHAIKH 👑 (@azharfru1) April 13, 2025
advertisement
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, কলেজের কর্মীদের সঙ্গে মিলে দেওয়ালে গোবর লাগাচ্ছেন অধ্যক্ষ। জানা গিয়েছে, তিনি নিজেই এই ভিডিওটি কলেজের শিক্ষকদের গ্রুপে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, কলেজের সি ব্লকে শ্রেণিকক্ষ ঠান্ডা রাখার জন্য দেশীয় পদ্ধতির আশ্রয় নেওয়া হচ্ছে।
যদিও, প্রত্যুষা বৎসলা জানান, এটি একটি চলতি গবেষণা প্রকল্পের অংশ— “Study of Heat Stress Control by Using Traditional Indian Knowledge”। এক অধ্যাপক এই প্রকল্পের কাজ করছেন এবং তা বর্তমানে ‘পোর্টা কেবিনে’ চালু আছে। তিনি আরও বলেন, “আমি নিজে একটি কেবিনে প্রলেপ দিয়েছি কারণ এতে কোনও ক্ষতি নেই। এটি প্রাকৃতিক মাটি। কিছু মানুষ না জেনে ভুল তথ্য ছড়াচ্ছেন।”
advertisement
তিনি শিক্ষকদের উদ্দেশে বার্তায় লেখেন, “যাঁদের এখানে ক্লাস হয়, তাঁরা শীঘ্রই নতুনভাবে সাজানো ঘরে পড়াতে পারবেন। চেষ্টা করা হচ্ছে যাতে ক্লাসের অভিজ্ঞতা আরও আরামদায়ক হয়।”
১৯৬৫ সালে স্থাপিত লক্ষ্মীবাই কলেজ দিল্লি সরকারের অধীনে চলে এবং অশোক বিহারে অবস্থিত। রানী লক্ষ্মীবাইয়ের নামে নামাঙ্কিত এই কলেজে মোট পাঁচটি ব্লক রয়েছে, এবং এই উদ্যোগটি সি-ব্লকে চালু হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 14, 2025 1:24 PM IST