সাপের কামড়ের 'রাজধানী'! আবহাওয়া অনুযায়ী বদলে যায় এই সাপের বিষের প্রভাব! নতুন গবেষণায় যা জানা গেল...!
- Published by:Tias Banerjee
Last Updated:
Russells Viper Snake: আশ্চর্যের বিষয় হল—এই সাপের বিষ একেক অঞ্চলে একেক রকম প্রভাব ফেলে! কেন এমন হয়? সম্প্রতি বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করেছেন বলে দাবি করেছেন।
ভারতকে বলা হয় ‘সাপের কামড়ের রাজধানী’। প্রতি বছর হাজার হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। এই মৃত্যুর অনেকটাই ঘটে এক বিষধর সাপ রাসেল ভাইপার-এর কামড়ে। এই সাপ গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে দেখা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হল—রাসেল ভাইপার সাপের বিষ একেক অঞ্চলে একেক রকম প্রভাব ফেলে! কেন এমন হয়? সম্প্রতি বিজ্ঞানীরা এই রহস্যের সমাধান করেছেন বলে দাবি করেছেন।
advertisement
কী বলছে গবেষণা? জার্নাল PLOS Neglected Tropical Diseases-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ঋতু, তাপমাত্রা ও বৃষ্টিপাতের মতো মৌসুমি উপাদান সরাসরি প্রভাব ফেলে রাসেল ভাইপারের বিষে। অর্থাৎ রাজস্থানের মতো শুষ্ক অঞ্চলে কেউ যদি রাসেল ভাইপারের কামড় খায়, তাঁর উপসর্গ হবে এক রকম। আবার কেরলের মতো আর্দ্র অঞ্চলে এই সাপের কামড় খেলে উপসর্গ হবে অন্য রকম!
advertisement
advertisement
সবচেয়ে অদ্ভুত বিষয় হল, ভারতের একেক অঞ্চলে পাওয়া রাসেল ভাইপারের বিষের গঠন ও প্রভাব একেক রকম। তথ্য অনুযায়ী: - ভারতে প্রতি বছর প্রায় ৫৮ হাজার মানুষ সাপের কামড়ে মারা যান। - রাসেল ভাইপারের কামড়ে যদি চিকিৎসা না হয়, তবে ৫০ শতাংশ ক্ষেত্রেই মৃত্যু হয়। - এই সাপের বিষ রক্ত পাতলা করে দেয়, যার ফলে শরীরের ভিতরে রক্তক্ষরণ শুরু হয়।
advertisement
আবহাওয়ার প্রভাব কীভাবে পড়ে বিষে? IISc-এর Evolutionary Venomics Lab-এর গবেষকরা ভারতের ৩৪টি অঞ্চলের ১১৫টি রাসেল ভাইপার সাপের বিষ সংগ্রহ করে বিশ্লেষণ করেছেন। দেখা গেছে— - উচ্চ তাপমাত্রা ও কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের সাপের বিষে বিষাক্ততা বেশি। - বেশি আর্দ্রতা ও বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের সাপের বিষে গঠনগতভাবে ভিন্নতা থাকে।
advertisement
advertisement