Al-Falah University: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ্যালয়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি ইডির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Al-Falah University: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
নয়াদিল্লি: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরিদাবাদ এবং দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের সঙ্গে জড়িয়ে রয়েছে আল ফালাহ্ ইউনিভার্সিটির নাম৷ উপরন্তু বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়েও উঠেছে প্রশ্ন৷ এবার আল-ফালাহ ইউনিভার্সিটির আর্থিক দিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের দল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং অন্যান্য ব্যক্তিদের প্রাঙ্গণে তল্লাশি চালায় বলেই খবর৷ আজ, মঙ্গলবার ভোর ৫ টা থেকেই শুরু হয় এই তল্লাশি অভিযান৷ সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, যে দিল্লির ওখলা (দিল্লি) অফিসে আল-ফালাহ ইউনিভার্সিটিতে তল্লাশি চলছে।
advertisement
advertisement
দিল্লির লাল কেল্লার কাছে ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে তদন্তকারীদের প্রতিষ্ঠানিক রেকর্ড, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক অনুমোদন পরীক্ষা করতে প্ররোচিত করেছে। বিস্ফোরণে জড়িত ডাক্তারদের গ্রেফতারির পর থেকেই নজরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়৷
advertisement
পাশাপাশি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি NAAC। দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা। আল ফালাহ গ্রুপের দুটি কলেজের বিরুদ্ধে জারি করা হয় নোটিস৷ জানা গিয়েছে, মেয়াদ-উত্তীর্ণ স্বীকৃতি পত্র ব্যবহার করছিল বিশ্ববিদ্যালয় দুটি। কারণ দর্শানোর নোটিস জারি করল NAAC। প্রসঙ্গত, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আল-ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর জন্য NAAC কর্তৃক ‘A’ রেটিং উল্লেখ করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 18, 2025 9:47 AM IST

