Al-Falah University: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি ইডির

Last Updated:

Al-Falah University: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! একাধিক স্থানে তল্লাশি ইডির
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! একাধিক স্থানে তল্লাশি ইডির
নয়াদিল্লি: দিল্লির লাল কেল্লা বিস্ফোরণের পর থেকেই তদন্তকারীদের নজরে হরিয়ানার আল ফালাহ্ ইউনিভার্সিটি। মঙ্গলবার দিল্লি-এনসিআর জুড়ে ২৫টি স্থানে তল্লাশি শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফরিদাবাদ এবং দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত তিন চিকিৎসকের সঙ্গে জড়িয়ে রয়েছে আল ফালাহ্ ইউনিভার্সিটির নাম৷ উপরন্তু বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়েও উঠেছে প্রশ্ন৷ এবার আল-ফালাহ ইউনিভার্সিটির আর্থিক দিক নিয়ে তদন্ত শুরু করেছে ইডি৷
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের দল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি এবং অন্যান্য ব্যক্তিদের প্রাঙ্গণে তল্লাশি চালায় বলেই খবর৷ আজ, মঙ্গলবার ভোর ৫ টা থেকেই শুরু হয় এই তল্লাশি অভিযান৷ সংবাদ সংস্থা ANI দ্বারা শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, যে দিল্লির ওখলা (দিল্লি) অফিসে আল-ফালাহ ইউনিভার্সিটিতে তল্লাশি চলছে।
advertisement
advertisement
দিল্লির লাল কেল্লার কাছে ১০ নভেম্বর গাড়ি বিস্ফোরণের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন৷ ফলে তদন্তকারীদের প্রতিষ্ঠানিক রেকর্ড, আর্থিক লেনদেন এবং প্রশাসনিক অনুমোদন পরীক্ষা করতে প্ররোচিত করেছে। বিস্ফোরণে জড়িত ডাক্তারদের গ্রেফতারির পর থেকেই নজরে রয়েছে এই বিশ্ববিদ্যালয়৷
advertisement
পাশাপাশি ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতিই দেয়নি NAAC। দিল্লি বিস্ফোরণে নাম জড়ানো মেডিক্যাল কলেজকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সংস্থা। আল ফালাহ গ্রুপের দুটি কলেজের বিরুদ্ধে জারি করা হয় নোটিস৷ জানা গিয়েছে, মেয়াদ-উত্তীর্ণ স্বীকৃতি পত্র ব্যবহার করছিল বিশ্ববিদ্যালয় দুটি। কারণ দর্শানোর নোটিস জারি করল NAAC। প্রসঙ্গত, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আল-ফালাহ স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আল-ফালাহ স্কুল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং-এর জন্য NAAC কর্তৃক ‘A’ রেটিং উল্লেখ করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Al-Falah University: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের নজরে আল ফালাহ্ বিশ্ববিদ‍্যালয়! ফরিদাবাদের ২৫ জায়গায় তল্লাশি ইডির
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা, কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ, জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ধীরে ধীরে কিছুটা বাড়বে তাপমাত্রা

  • কুয়াশাচ্ছন্ন থাকবে আকাশ

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement