Delhi Crime: মুখার্জিনগরে যুবতীকে কোপ রাঁধুনির, রাস্তায় রক্তের বন্যা! কারণ শুনলে শিউরে উঠবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Delhi Crime: মুখার্জিনগরে এক যুবতীকে দিনের বেলা আচমকা এক যুবকের একাধিক বার ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটে।
নয়াদিল্লি: রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে ভয়ঙ্কর দৃশ্য। শুক্রবার দিল্লির মুখার্জিনগরে এক যুবতীকে দিনের বেলা আচমকা এক যুবকের একাধিক বার ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটে। পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনার ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি ধারালো ছুরি হাতে নিয়ে এক যুবক আচমকা এক যুবতীর উপর হামলা চালাতে শুরু করে। পেটে প্রায় পাঁচ বার কোপানো হয়। জানা গিয়েছে অভিযুক্তের নাম আমন। ওই এলাকাতেই একটি পেয়িং গেস্টে রাঁধুনির কাজ করে সে। পুলিশকে অভিযুক্ত জানিয়েছে কেন সে এই হামলা চালিয়েছে।
আরও পড়ুন: এ কেমন পোজ! বিকিনিতে বোল্ড শর্মিলাকে দেখে ‘নোংরা’ মন্তব্যের বন্যা, টাইগার পতৌদি কী বলেছিলেন জানেন?
advertisement
advertisement
#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March.
The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
— ANI (@ANI) March 24, 2024
advertisement
পুলিশের দাবি, পেয়িং গেস্টের পড়ুয়ারা তাকে ‘পাগল পাগল’ বলে বিরক্ত করে। উত্যক্ত করে অসংখ্যবার। সে কারণেই এমন ভয়াবহ হামলা চালায় সে। রাস্তা দিয়ে যাওয়ার সময় পথচারীরা ওই ঘটনা দেখতে পান। ছুটে এসে যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। আপাতত যুবতী স্থিতিশীল রয়েছেন।
advertisement
পুলিশের দাবি, ওই ঘটনার পর সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করে পরে গ্রেফতার করা হয়। দিনের পর দিন অপমানিত হয়েই রাগে এই হামলা আমন চালিয়েছে বলে দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2024 3:41 PM IST