Tripti Dimri Love Story: অনুষ্কার ভাইয়ের সঙ্গে চুটিয়ে প্রেম হঠাৎ একদিন শেষ! তৃপ্তি-কর্ণেশের প্রেম কেন ভেঙেছিল জানেন? চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Tripti Dimri Love Story: রণবীর কাপুরের সঙ্গে সম্প্রতি 'অ্যানিমাল' ছবিতে ভাবি টু-এর চরিত্রে অভিনয় করে আগুন ঝড়ানো তৃপ্তি দিমরি এক সময় অনুষ্কার ভাই কর্ণেশের প্রেমিকা ছিলেন।
ক্লিন শ্লেট ফিল্মসের মালিক অনুষ্কা শর্মা ও তাঁর ভাই কর্ণেশ শর্মা। রণবীর কাপুরের সঙ্গে সম্প্রতি 'অ্যানিমাল' ছবিতে ভাবি টু-এর চরিত্রে অভিনয় করে আগুন ঝড়ানো তৃপ্তি দিমরি এক সময় অনুষ্কার ভাই কর্ণেশের প্রেমিকা ছিলেন। প্রায় চার বছর চুটিয়ে প্রেম করেন তাঁরা। কিন্তু হঠাৎ একদিন শেষ। কেন ভেঙে গেল তাঁদের প্রেম?
advertisement
advertisement
তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দিয়েছে। এক সময় সোশ্যাল মিডিয়ায় একে অপরের আদুরে ছবি ভাগ করে প্রেমের কথা ঘোষণা করেন। কিন্তু আচমকা দু’জনে দু’জনকে আনফলো করে দেন। তার পর থেকেই শুরু হয় চর্চা। অনুষ্কার ভাই প্রযোজক কর্ণেশও প্রেমিকার যাবতীয় সব ছবি মুছে দেন নিজের সমাজমাধ্যমের পাতা থেকে। এই নিয়ে যখন বিস্তর জলঘোলা চলছে, সেই সময় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অভিনেত্রী। লেখেন, 'তুমি যা-ই করো না কেন, মানুষ তোমাকে নিয়ে কথা বলবে। তাই এমন কিছু করো, যা তোমাকে আনন্দ দেবে।'
advertisement
অনুষ্কা শর্মার ভাই ইন্ডাস্ট্রির অন্দরে পরিচিত মুখ। ‘পরি’, ‘ফিলৌরি’, ‘বুলবুল’, ‘কলা’-সহ একাধিক ছবির প্রযোজক তিনি। শোনা যায়, ‘বুলবুল’ ছবির সময় থেকে তৃপ্তির প্রেমে পড়েন কর্ণেশ। প্রায় চার বছরের সম্পর্ক তাঁদের। অন্য দিকে তৃপ্তি এই সময়ের অন্যতম সম্ভবনাময় অভিনেত্রী। ‘কলা’ ছবিতে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কর্ণেশ প্রযোজিত 'বুলবুল' ছবির পরই কেরিয়ারে মোড় ঘুরে যায় তৃপ্তির।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
২৯ বছর বয়সী অভিনেত্রী-র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা হু হু করে বাড়তে থাকে অ্যানিম্যাল মুক্তি পাওয়ার পর থেকেই। সিনেমায় জোয়ার চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। খবর রয়েছে, শীঘ্রই একটি রম-কম ছবিতে দেখা যাবে ভিকি কৌশলের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। 'বন্দিশ বন্দিত' খ্যাত পরিচালক আনন্দ তিওয়ারি রয়েছেন এই ছবির পরিচালনায়।