Crime News: পরের দিনই ছিল প্রসবের তারিখ, ঝগড়ার সময় স্বামীর হাতে শ্বাসরোধ হয়ে খুন ৯ মাসের অন্তঃসত্ত্বা
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Crime News: ঝগড়ার সময় জ্ঞানেশ্বর শ্বাসরোধ করায় সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আনুষা৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ অভিযুক্ত জ্ঞানেশ্বর পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
বিশাখাপত্তনম: দাম্পত্য কলহের জেরে আসন্নপ্রসবা স্ত্রীকে খুন করলেন স্বামী৷ দিনকয়েক আগে এই ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে৷ গত ১৫ এপ্রিল সকালে স্থানীয় বাসিন্দা আনুষা এবং জ্ঞানেশ্বরের মধ্যে ঝগড়া হয়৷ অভিযোগ, সে সময় জ্ঞানেশ্বর তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে৷ পুলিশ জানিয়েছে ঝগড়ার সময় জ্ঞানেশ্বর শ্বাসরোধ করায় সেখানেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে আনুষা৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন৷ অভিযুক্ত জ্ঞানেশ্বর পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে।
ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের পিএম পালেমের উড়া কলোনিতে। অভিযুক্ত ব্যক্তি স্কাউটস এবং সাগরনগর ভিউপয়েন্টের কাছে একটি ফাস্ট ফুডের দোকান চালায়৷ প্রেমে পড়ে তিন বছর আগে সে বিয়ে করে আনুষাকে৷ বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত তরুণী অনুষা ন’ মাসের গর্ভবতী ছিলেন৷ সোমবার তাঁর প্রসব হওয়ার কথা ছিল। ঘটনাচক্রে, রবিবার সকালে ওই দম্পতি প্রসবপূর্ব ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন৷ সেখানে ডাক্তাররা প্রসবের জন্য তাৎক্ষণিকভাবে তাঁকে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু ওই দম্পতি ঠিক করেন তাঁরা পরের দিন ফের হাসপাতালে আসবেন৷ সেদিনই আনুষা ভর্তি হবেন বলে তাঁরা সিদ্ধান্ত নেন৷
advertisement
advertisement
আরও পড়ুন : তাঁর চোখের জটিল রোগ গ্রাস করেছিল সন্তানদেরও, ২ শিশুপুত্রকে কাটারি দিয়ে হত্যা করে চরম সিদ্ধান্ত হতাশায় বিধ্বস্ত মায়ের
সেই রাতেই, জ্ঞানেশ্বর তার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের ফোন করে দাবি বলে যে অনুষা অসুস্থ এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। হাসপাতালে পৌঁছনোর পর তাঁকে মৃত ঘোষণা করা হয় এবং তাঁর দেহ কেজিএইচ মর্গে স্থানান্তরিত করা হয়।
advertisement
যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু বলে মনে করা হয়েছিল, তাই পুলিশ তদন্ত শুরু করে এবং নিশ্চিত হয় যে অনুষাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে জ্ঞানেশ্বর হত্যার কথা স্বীকার করে অভিযোগ করে যে অনুষা বার বার পরকীয়ার অভিযোগ এনে তাকে “নির্যাতন” করছিল। অভিযুক্ত জ্ঞানেশ্বরকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। এদিকে, অনুষার বোন জানিয়েছেন যে জ্ঞানেশ্বর একবার অনুষাকে বলেছিল তাকে ছেড়ে চলে যেতে৷ কারণ জ্ঞানেশ্বরের দাবি ছিল, সে ক্যানসারে আক্রান্ত৷ কিন্তু অনুষা থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে যে অনুষার পরিবার বিয়ের কথা জানলেও জ্ঞানেশ্বরের পরিজনরা জানতেন না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 19, 2025 10:43 PM IST







