Covid-19 Cases Decrease: স্বস্তির খবর! দেশজুড়ে কমল সক্রিয় কোভিড-১৯ সংক্রমণ, ২৪ ঘণ্টায় মৃত ৯ জন
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Covid-19 Cases in India: স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে নয়টি মৃত্যুর মধ্যে আটজনই কেরলের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা।
#নয়াদিল্লি: একদিনে নতুন করে ২,৮৪১ টি করোনাভাইরাস সংক্রমণ ঘটল এই দেশে! শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে জানানো হয়েছে, ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা বেড়ে এখন ৪,৩১,১৬,২৫৪, সক্রিয় সংক্রমণের সংখ্যা এখন কমে ১৮,৬০৪। সকাল ৮ টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে নয়জনের। ফলে মোট মৃতের সংখ্যা এখন ৫,২৪,১৯০। সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। সারা দেশে COVID-19-কে হারিয়ে সেরে ওঠার হার ৯৮.৭৪ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ২৪ ঘণ্টায় সক্রিয় ৪৬৩ টি COVID-19 সংক্রমণ হ্রাস পেয়েছে।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, দৈনিক পজিটিভিটির হার ০.৫৮ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৯ শতাংশ। এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৫,৭৩,৪৬০। মৃত্যুর হার ১.২২ শতাংশ।
advertisement
দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ১৯০.৯৯ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট হয় ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ অতিক্রম করে।
advertisement
২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর সংক্রমণ এক কোটি ছাড়িয়ে যায়। ভারত ৪ মে দুই কোটি সংক্রমণের ভয়াবহ মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন সংক্রমণ ছাড়ায় তিন কোটি।
advertisement
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে নয়টি মৃত্যুর মধ্যে আটজনই কেরলের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 2:18 PM IST