Rhino With Bleeding Nose: নৃশংস চোরাশিকার! শিং কেটে ফেলায় প্রবল রক্তপাত, জঙ্গলে ছটফট করে ঘুরে বেড়াচ্ছে একশৃঙ্গ গণ্ডার
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Poacher Cuts off Rhino Horn: পার্কে টহলদারি হাতির দল ৯ মে একটি জলাশয়ে গণ্ডারের একটি দলকে দেখতে পায়। ওই দলের মধ্যে একটি গণ্ডারের আচরণ ছিল অন্যরকম।
#গুয়াহাটি: জঙ্গলের মধ্যে প্রবল অস্বস্তি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এক গণ্ডার, আর ক্রমাগত তার নাক দিয়ে ঝরছে রক্ত! প্রাপ্তবয়স্ক এই পুরুষ গণ্ডারটিকে গত কয়েকদিন ধরেই ওরাং ন্যাশনাল পার্কের জলাভূমিতে লক্ষ্য করা যাচ্ছিল। চোরাশিকারিরা তার শিংটি কেটে ফেলায় প্রবল রক্তপাত হয় ওই গণ্ডারটির। ২০১৭ সালের পর এই জাতীয় উদ্যানে চোরাশিকারের প্রথম ঘটনা এটি। পার্কে টহলদারি রত হাতির দল ৯ মে একটি জলাশয়ে গণ্ডারের একটি দলকে দেখতে পায়। ওই দলের মধ্যে একটি গণ্ডারের আচরণ ছিল অন্যরকম। নিবিড় পর্যবেক্ষণে দেখা যায় গণ্ডারের শিংটি অনুপস্থিত এবং সেখান থেকে প্রবল রক্তপাত হচ্ছে।
“প্রাথমিকভাবে, আমরা ভেবেছিলাম নিজেদের মধ্যে মারামারির কারণে গণ্ডারের শিংটি ভেঙে গিয়েছে। এমনটা মাঝে মাঝে ঘটে। আমরা প্রধান বন সংরক্ষককে বিষয়টি জানাই। গুয়াহাটি থেকে আসা দলটি তখন গণ্ডারটিকে শান্ত করে এবং তার কাছে যায়। গণ্ডারটির গায়ে অন্য আঘাতের কোনও চিহ্ন ছিল না, তবে তার শিংটি কেটে ফেলা হয়েছিল। এটি চোরাশিকারের একটি স্পষ্ট ঘটনা যেখানে শিকারিরা শিং কেটে নেওয়ার আগে প্রাণীটিকে আচ্ছন্ন করে রেখেছিল। ওরাংয়ে এমন ঘটনা ২০১৭ সালের পর এই প্রথম,” বলেন মঙ্গলদই বিভাগের বিভাগীয় বনকর্তা প্রদীপ্ত বড়ুয়া৷
advertisement
advertisement
গুরুতর আহত ওই গণ্ডারের দেখাশোনা করা চিকিৎসক জানিয়েছেন যে গণ্ডারটি সুস্থ আছে এবং আহত স্থানে কোনও ম্যাগট জন্মায়নি। “আমরা পশুটির উপর ২৪ ঘণ্টা নজর রাখছি,” জানান প্রদীপ্ত বড়ুয়া। দারাং এবং শোণিতপুর জেলার ব্রহ্মপুত্র নদীর উত্তর তীরে অবস্থিত ওরাং জাতীয় উদ্যানে গত চার বছরে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা প্রায় ২৩% বৃদ্ধি পেয়েছে।
advertisement
গণ্ডারের সংখ্যা ২০১৮ সালে ছিল ১০১ টি, এখন তা বেড়ে ১২৫-এ দাঁড়িয়েছে। ১২৫ টির মধ্যে ৪৩ টি পুরুষ, ৪৯ টি মহিলা এবং ২৩ টি শাবক রয়েছে। ১০ টি গণ্ডারের লিঙ্গ নিশ্চিত করা যায়নি। জাতীয় উদ্যানে শেষ গণ্ডারশুমারি হয়েছিল ২০১৮ সালে, তখনই ১০১ টি গণ্ডারের সন্ধান মেলে।
advertisement
২০২২ সালের জানুয়ারিতে অসমের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ভিতরে একটি প্রাপ্তবয়স্ক স্ত্রী গণ্ডারের মৃতদেহ মেলে। সন্দেহ চোরাশিকারিরাই গণ্ডারটিকে দ্বারা হত্যা করেছে কারণ তারও শিং কাটা ছিল। চলতি বছরে অসমের বিশ্ববিখ্যাত একশৃঙ্গ গণ্ডারের শিকারের প্রথম ঘটনা এটি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2022 1:30 PM IST