Viral video: প্রেমিকার সঙ্গে স্কুটিতে বসে চাউমিন খাচ্ছিল বেচারা...হঠাৎ করেই গালে পড়ল থাপ্পড়! পাড়ার মোড়ে যা ঘটল ভিডিও ভাইরাল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, "এক্ষেত্রে, পুলিশ উভয় পক্ষকে কাউন্সেলিং করার পর আলাদা করেছে এবং আরও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷"
কানপুর: ‘মৌচাক’ সিনেমার ওই দৃশ্যটা মনে আছে৷ যেখানে রঞ্জিত মল্লিক আর মিঠু মুখোপাধ্যায় পার্কে বসে বাদাম ভাজা খেতে যাচ্ছেন, আর এমন সময় হঠাৎ করেই সেখানে চলে আসেন মিঠু মুখার্জির বাবা৷ তারপর মুখোশ পরে কোনওরকমে রেহাই৷ প্রেম করতে গিয়ে এভাবে হঠাৎ করে মা-বাবা বা পরিচিতের সামনে পড়ে ‘কেস’ খেতে হয়েছে এমন উদাহরণ জাস্ট ভুড়ি ভুড়ি৷ সেরকমই একটা ঘটনা ঘটে গেল সম্প্রতি কানপুরে৷ তারপর কী হল জানেন?
উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা৷ ছেলেটির বয়স ২১৷ মেয়েটির ১৯৷ প্রেমিকের স্কুটারের পিছনে বসে চাউমিন খাচ্ছিল মেয়েটি৷ চালকের আসনে বসে ছেলেটিও৷ হঠাৎ করেই তাঁদের দেখে ফেলে ছেলেটির বাবা-মা৷ তারপর স্কুটি থেকে নামিয়ে দু’জনকে চরম চড় থাপ্পড়৷
পুলিশ জানিয়েছে, রোহিত নামের ওই ছেলেটি তাঁর বান্ধবীর সাথে চাউমিন খাচ্ছিলেন, ঠিক তখনই তাঁর বাবা-মা – শিবকরণ এবং সুশীলা – ঘটনাস্থলে আসেন। রোহিতের বাবা-মা এই সম্পর্ক মেনে নেননি৷ তাঁরা প্রকাশ্যেই রোহিত এবং তাঁর বান্ধবীকে মারধর শুরু করেন।
advertisement
advertisement
ভিডিওয় দেখা যাচ্ছে, সুশীলা তরুণ দম্পতিকে মারধর করছেন৷ স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করছেন রোহিত। স্থানীয় বাসিন্দা এবং পথচারীরা যখন তাদের ছাড়ানোর চেষ্টা করছেন, তখন তাঁকে মহিলার চুল ধরে ফেলতেও দেখা যাচ্ছে। রোহিতের বাবাকেও চটি দিয়ে মারতে দেখা যাচ্ছে তাঁকে৷
advertisement
#कानपुर मां ने बेटे और बेटे की प्रेमिका को साथ पकड़ा बीच सड़क कर दी पिटाई..
लड़के की मां ने बेटे की प्रेमिका को बीच सड़क जमकर पीटा,बीचब चाव कर थे बेटे की भी हुई पिटाई, गुजैनी थाना क्षेत्र के राम गोपाल चौराहे की घटना ।#kanpur #news #sirfsuch pic.twitter.com/Rh9vopObhz
— ठाkur Ankit Singh (@liveankitknp) May 2, 2025
advertisement
ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়৷ গুজৈনী থানা এলাকার রামগোপাল মোড়ে ঘটনাটি ঘটেছে।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “এক্ষেত্রে, পুলিশ উভয় পক্ষকে কাউন্সেলিং করার পর আলাদা করেছে এবং আরও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে৷”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,Delhi
First Published :
May 03, 2025 1:35 PM IST