Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব

Last Updated:

বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷

News18
News18
নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে পাকিস্তানের বিরুদ্ধে আবারও কড়া পদক্ষেপ করল ভারত৷ এবার পাকিস্তান থেকে ভারতে যাবতীয় দ্রব্যের আমদানি বন্ধ করে দিল সরকার৷ বিবৃতি জারি করে তা জানিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে৷ বিবৃতিতে জানানো হয়েছে, আজ, রবিবার থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম৷ সম্প্রতি উচ্চ পর্যায়ের একাধিক বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘পাকিস্তানের মোকাবিলা করার জন্য ভারত কেবলমাত্র অস্ত্রের উপর নির্ভর করে না৷’’
২ মে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে জারি করা ওই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘‘পাকিস্তান থেকে আসা যে কোনও পণ্যের ডিরেক্ট বা ইনডিরেক্ট আমদানি পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বন্ধ থাকবে৷’’ এবিষয়ে ২০২৩ সালের বৈদেশিক বাণিজ্য নীতির একটি বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
বৈদেশিক বাণিজ্য বিভাগের ডিরেক্টরেট জেনারেল ওই নির্দেশিকায় জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা এবং জন নীতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই নিষেধাজ্ঞা ভাঙতে গেলে ভারত সরকারের বিশেষ অনুমোদন প্রয়োজন হবে৷
সাধারণত, পাকিস্তান থেকে রকসল্ট, ড্রাই ফ্রুট, তামা, কাচের জিনিসপত্র, জৈব রাসায়নিক, সালফার, ফল এবং বাদাম এবং কিছু তেলবীজ আমদানি করা হয় ভারতে৷
advertisement
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় গুলি করে খুন করা হয় ২৬ নিরপরাধ পর্যটককে৷ ঘটনার পিছনে পাকিস্তানি জঙ্গিরা ছিল বলে জানতে পেরেছে গোয়েন্দারা৷ হামলা চালিয়েছিল পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার ছায়া সংগঠন টিআরএফ৷
advertisement
হামলার পরেই ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত৷ একমাত্র এই পথেই দু’দেশের মধ্যে বাণিজ্য চলত৷ হামলার পর, ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমে তলানিতে পৌঁছেছে৷ শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত৷ বন্ধ করা হয়েছে পাকিস্তানের আকাশসীমা৷ ভারতে পাক হাই কমিশনের সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে৷ ভারত পাকিস্তানি নাগরিকদের সমস্ত ভিসা বাতিল করেছে এবং ভারতে বসবাসকারী সকলকে তাদের দেশে ফিরে যাওয়ার জন্য সময়সীমা দিয়ে দিয়েছে, যার মধ্যে চিকিৎসা ভিসাধারী পাকিস্তানিরাও অন্তর্ভুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indo Pak Relation: বাণিজ্য-যুদ্ধ শুরু! পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি নিষেধাজ্ঞা জারি ভারতের, আজ থেকেই বন্ধ সব
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement