Mamata Banerjee: ‘এত গ্যাস সিলিন্ডার..,’ হঠাৎ করেই মমতার সারপ্রাইজ ভিজিট! তারপরেই তালা শহরের ৬ রেস্তোরাঁয়, বন্ধ সব রুফটপ
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Satabdi Adhikary
Last Updated:
এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফায়ার ব্রিগেড কী করবে, ধোঁয়া তো আর নেভাতে পারে না! তার ওপর যদি এত গ্যাস সিলিন্ডার ফেটে যায়, তাহলে তো প্রচুর মানুষের মৃত্যু হবে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?’’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘‘রেস্তোরাঁর ছাদ কোনও মতেই বন্ধ করা যাবে না। এভাবে ছাদ বন্ধ করে রেস্তোরাঁ চলতে পারে না।’’
কলকাতা: রেস্তোরাঁর এক্সিট রুটে মজুত করা ছিল ২৪টি গ্যাস সিলিন্ডার। যা কার্যত গ্যাস সিলিন্ডার ব্যাঙ্কের চেহারা নিয়েছিল। মেছুয়ার অগ্নিকাণ্ড স্থল পরিদর্শন করে সোজা পার্ক স্ট্রিটের একটি রেস্তোরাঁয় সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানকার অগ্নি নির্বাপণ ব্যবস্থা দেখে তো তিনি অবাক। একই বিল্ডিংয়ের নীচে মজুত ২৪টি গ্যাস সিলিন্ডার! তা দেখে ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী। চটজলদি মেয়র-মন্ত্রীদের নির্দেশ দেন জরুরি বৈঠকে বসেন এর একটা বিহিত করতে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও মন্ত্রী সুজিত বসু। এরপর ছটি রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন।
গত মঙ্গলবার মেছুয়া বাজারের এক হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যু হয়। সেই সময় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে দিঘায় ছিলেন তিনি। তারপর দিঘা থেকে কলকাতায় ফিরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থলে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান, শুধু বড়বাজার নয় পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউস নিয়েও তাঁর কাছে অভিযোগ আছে।
advertisement
advertisement
এরপর সটান সারপ্রাইজ ভিজিটে চলে যান ওই বিল্ডিংয়ে। সেখানে কয়েকটি রেস্তোরাঁর পরিস্থিতি দেখে তীব্র ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ওই বিল্ডিংয়ের নীচেই সারি সারি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। মুখ্যমন্ত্রী তা দেখেই বলে ওঠেন, ‘‘এত গ্যাস সিলিন্ডার! যদি ফেটে যায়, তা হলে তো ৫০ হাজার লোক মরে যাবে!’’ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং দমকলমন্ত্রী সুজিত বসুকে রেস্তোরাঁর প্রতিনিধিদের ডেকে দ্রুত আলোচনায় বসে সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি।
advertisement
এই পরিস্থিতি দেখে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ফায়ার ব্রিগেড কী করবে, ধোঁয়া তো আর নেভাতে পারে না! তার ওপর যদি এত গ্যাস সিলিন্ডার ফেটে যায়, তাহলে তো প্রচুর মানুষের মৃত্যু হবে। দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে?’’ তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘‘রেস্তোরাঁর ছাদ কোনও মতেই বন্ধ করা যাবে না। এভাবে ছাদ বন্ধ করে রেস্তোরাঁ চলতে পারে না।’’ এ-প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তিনি একজনের থেকে এই বিষয়টি জানতে পারেন। তিনি তাঁকে বলেছিলেন একটা স্বল্প পরিসর সিঁড়ি আর একটা ছোট্ট লিফট, যাতে ২ জনের বেশি ওঠা যায় না, সেখানে এভাবে গ্যাস সিলিন্ডার কী কী করে থরে থরে সাজানো থাকে।
advertisement
মমতার কথায়, ‘‘আগুন লেগে গেলে মানুষ নামবে কী করে? পুরসভা, দমকল এবং পুলিশকেও এভাবে সারপ্রাইজ ভিজিট করতে হবে। মানুষকেও বলব সজাগ থাকুন, প্রয়োজনে আমাদের খবর দিন।’’ এরপর রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ জারি করল কলকাতা পুরসভা।
advertisement
শুধু রুফ টপ রেস্তোরাঁ নয়, ফিরহাদ হাকিম জানিয়েছেন কোনও বহুতলেরই ছাদ দখল করে কিছু করা যাবে না অথবা ছাদ বিক্রি করা যাবে না৷ যে কোনও বহুতলের ক্ষেত্রেই ছাদ ‘কমন প্লেস’ বলে জানিয়েছেন মেয়র৷ কলকাতা পুরসভার বিল্ডিং রুল অনুযায়ী ১৭০/৪ ধারায় ছাদ কেউ দখল করতে পারবেন না বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 03, 2025 9:45 AM IST








