Kolkata Hotel Fire: বিড়ি-সিগারেট থেকেই আগুনের ফুলকি...তারপরেই বিস্ফোরণ! মেছুয়া কাণ্ডে এল প্রাথমিক রিপোর্ট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
অন্যদিকে, ঘটনাস্থল পরীক্ষা করে দেখেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর তাঁদের মনে হয়েছে দোতলায় যেখানে কাজ চলছিল তার পাশেই রান্নার ব্যবস্থা ছিল।
কলকাতা: বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৪ জন মানুষের৷ মঙ্গলবার সন্ধের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হোটেল মালিক আকাশ চাওলা-সহ ম্যানেজার গৌরব কপূর৷ এ বিষয়ে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা প্রাথমিক রিপোর্ট তৈরি করেছে৷ সেই রিপোর্ট অনুযায়ী, নিয়ম বহির্ভূতভাবে হোটেলের দোতালায় আভ্যন্তরীণ নির্মাণের কাজ চলছিল। ইন্টিরিয়ার ডেকোরেশন(ওয়েল্ডিং)-এর কাজ করার সময়ে আগুন লেগেছিল বলে অনুমান।
পুরসভার ইঞ্জিনিয়র সূত্রের খবর, কলকাতা পুরসভার প্রাথমিক তদন্তে নজর ছিল মেছুয়ার হোটেলের দোতালায়। ইন্টেরিয়ার ডেকোরেশন-এর কাজে ব্যবহার করা হচ্ছিল লোহার সামগ্রী। আয়রন অস্টিল রড ব্যবহার করে চলছিল ইন্টেরিয়ার ডেকোরেশন। এজন্য কোনও অনুমতি নেওয়া হয়নি কলকাতা পুরসভার কাছে। আয়রন ইনফ্রাস্ট্রাকচারের কাজ হলেও নিয়ম মেনে কোনও ইঞ্জিনিয়ার-এর তত্ত্বাবধানে সেই কাজ করা হচ্ছিল না। অদক্ষ শ্রমিকদের দিয়ে এই কাজ করানোর ফলেই বিপত্তি বলে প্রাথমিক ধারণা পুরসভার ইঞ্জিনিয়ারদের।
advertisement
advertisement
তবে বহুতলের অনুমোদনের নকশা বা আইবি বুকের থেকে বড় ধরনের বাহ্যিক কোনও বিচ্যুতি পাননি ইঞ্জিনিয়াররা। কলকাতা পুরসভার প্রয়োজনীয় লাইসেন্স নবীকরণ করা হয়েছে সময়মতো। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের প্রাথমিক রিপোর্ট এরপর দমকল বিভাগ ও পুলিশের সঙ্গে আলোচনার পরই মেয়রকে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হবে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।
advertisement
অন্যদিকে, ঘটনাস্থল পরীক্ষা করে দেখেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। নমুনা সংগ্রহ করেছেন। পরীক্ষার পর তাঁদের মনে হয়েছে দোতলায় যেখানে কাজ চলছিল তার পাশেই রান্নার ব্যবস্থা ছিল। ফরেন্সিক বিশেষজ্ঞদের প্রাথমিক অনুসন্ধান বলছে, দোতলায় মজুত প্লাইউড ও প্রচুর স্পিরিট জাতীয় দ্রাহ্য বস্তুর উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ হোটেলের দোতলার নির্মাণে কাজের জন্য যে শ্রমিকরা ছিলেন তারা সম্ভবত রান্না করছিলেন বা বিড়ি- সিগারেটের আগুনের ফুলকি থেকে আগুনের সূত্রপাত৷ স্পিরিট জাতীয় কেমিক্যালের উপস্থিতি আগুনের মাত্রা বাড়িয়ে দেয়৷
advertisement
সেখানেই ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার, আগুনের জেরে সিলিন্ডার বিস্ফোরণ করে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে৷ দোতলায় বিস্ফোরণ হওয়া সিলিন্ডার মিলেছে৷ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল তিন থেকে ছ’তলা, জানলা না থাকা ও আবদ্ধ হওয়ার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
May 02, 2025 3:43 PM IST

