Salt Lake Fire: সল্টলেকের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, পর পর বিস্ফোরণ! এলাকায় আতঙ্ক

Last Updated:

ঘটনাস্থলে কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন৷ আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর৷ দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছেছেন৷

News18
News18
সল্টলেকের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন৷ ফিলিপস মোড়ের কাছে আগুন লেগেছে বলে খবর৷ ওই বহুতলের একটি কারখানায় আগুন লেগেছে৷ ঘটনাস্থলে পর পর বিস্ফোরণের শব্দ গিয়েছে৷ কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা৷ ঘটনাস্থলে কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন৷ কারখানার ভিতর থেকে কর্মীদের বের করে আনা হয়েছে৷ আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর৷ দমকলমন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে পৌঁছেছেন৷ পৌঁছেছেন বিধাননগরের পুলিশ কমিশনারও৷ এখনও বহুতলের ভিতরে প্রবেশ করতে পারেনি দমকল৷
কারখানার ভিতরে এখনও প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত রয়েছে৷ কারখানার কর্মীরাই সেই সমস্ত রাসায়নিক সরিয়ে ফেলার চেষ্টা করছেন৷ তবে আগুন দ্রুত কারখানার পিছন দিক থেকে সামনের অংশে ছড়িয়ে পড়ছে বলে খবর৷ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা৷
কারখানার ভিতরে ঢোকার পরিস্থিতি না থাকায় পাশের বহুতলের বারান্দা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা৷ কারখানার ভিতরের অংশেো আগুন ছড়িয়ে পড়েছে৷
advertisement
advertisement
গত মঙ্গলবারই কলকাতার মেছুয়ার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ওই ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সল্টলেকে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Salt Lake Fire: সল্টলেকের রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, পর পর বিস্ফোরণ! এলাকায় আতঙ্ক
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement