Coromandel Express Accident: 'দোষীকে ছাড়া হবে না, কড়া শাস্তি হবে!' দুর্ঘটনাস্থল ঘুরে জানালেন প্রধানমন্ত্রী মোদি
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Coromandel Express Accident: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পরেই এদিন ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী মোদি
ওড়িশা: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনার পরেই এদিন ঘটনাস্থলে আসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে দুর্ঘটনাগ্রস্থ গোটা চত্বর ঘুরে দেখেন তিনি। কথা বলেন প্রশানসনিক এবং রেলের আধিকারিকদের সঙ্গে। এরপরেই হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গেও দেখা করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অনেক রাজ্যের বাসিন্দা প্রাণ হারিয়েছেন। মনকে বিচলিত করে দেওয়া ঘটনা। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সরকার সাহায্য করছে। যাঁরা নিজের পরিজনদের হারিয়েছেন, সরকার তাঁদের প্রিয়জনকে আর ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু আমরা তাঁদের সঙ্গে আছি। সরকার এই ঘটনা অত্যন্ত গম্ভীর ভাবে দেখছে। সবরকম ভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যে দোষী হবে, তাকে কড়া শাস্তি দেওয়া হবে। তাকে ছাড়া হবে না। ওড়িশা সরকার, প্রশাসনিক আধিকারিকদের প্রশংসা করছি। এখানকার বাসিন্দাদের প্রশংসা করছি,ড়িশ তাঁরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ভারতীয় রেল উদ্ধারকার্যে সম্পূর্ণ শক্তি ব্যবহার করেছে। আমি আজ দুর্ঘটনাস্থলে ঘুরে দেখেছি। হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলেছি।”
advertisement
#WATCH | “It’s a painful incident. Govt will leave no stone unturned for the treatment of those injured. It’s a serious incident, instructions issued for probe from every angle. Those found guilty will be punished stringently. Railway is working towards track restoration. I met… pic.twitter.com/ZhyjxXrYkw
— ANI (@ANI) June 3, 2023
advertisement
advertisement
অন্যদিকে এদিন দুর্ঘটনাস্থল আসেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেন। রেলমন্ত্রীকে পাশে নিয়ে রেলের সমালোচনা করেন মমতা। বলেন, রেলের সমন্বয়ের অভাব রয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের প্রতি রেলের আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিৎ। মমতা বলেন, এই দুর্ঘটনায় বাংলার বহু মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। এই দুর্ঘটনায় বাংলার যে সব মানুষ প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের কথাও বলেন তিনি।
advertisement
মুখ্যমন্ত্রী এদিন ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, দরকার হলে রাজ্যের যাঁরা আহত হয়েছেন, তাঁদের কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল ঘুরে দেখেছেন মমতা। কথা বলেছেন আহতদের সঙ্গে।
advertisement
রেলের তরফ থেকে আগেই জানানো হয়েছে ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত হবে। ইতিমধ্যে নিহতদের পরিবার এবং আহতদের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করা হয়েছে রেলের তরফে। ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ১০ লাখ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লাখ টাকা এবং অল্প চোটআঘাত প্রাপ্তদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকারের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2023 6:05 PM IST