Home /News /national /
কাশ্মীরে বাড়ির সামনে থেকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা

কাশ্মীরে বাড়ির সামনে থেকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

বুধবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা থেকে পুলিশ অফিসারকে অপহরণ করেছে সন্ত্রাসবাদীরা ৷ বাড়িরের বাইরে থেকে অফিসারকে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে ৷

 • Share this:

  #শ্রীনগর:  বুধবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা থেকে পুলিশ অফিসারকে অপহরণ করেছে সন্ত্রাসবাদীরা ৷ বাড়িরের বাইরে থেকে অফিসারকে অপহরণ করা হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকেই এলাকাজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ পুলিশ অফিসারের খোঁজে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে পুলওয়ামা এলাকাজুড়ে ৷

  আরও পড়ুন: চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

  শেষ খবর পাওয়া পর্যন্ত হদিশ মেলেনি অপহৃত পুলিশ অফিসারকে ৷ পুলওয়ামার SOG পদে নিয়োগ ছিলেন তিনি ৷

  আরও পড়ুন: ট্রেনের রান্নাঘরে কড়া নজর, মোবাইলেই দেখুন কীভাবে হচ্ছে রান্না !

  আরও পড়ুন: লাইনচ্যুত জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস, ব্যহত ট্রেন চলাচল

  First published:

  Tags: Kashmir, Militants Abducted Cop

  পরবর্তী খবর