চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷

#নয়াদিল্লি: চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷ এবার "stop gap arrangement" হিসেবে নতুন নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷
সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ২,৬০০-এর বেশি শিক্ষক নিয়োগ গত চার বছর ধরে আটকে ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ৷ এবার সেই নির্দেশ প্রত্যাহার করল শীর্ষ আদালত ৷
advertisement
অরুণ মিশ্র ও উদয় উ ললিতের বেঞ্চ ছাত্র-ছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখে শূণ্যপদে নিয়োগের অনুমতি দিল ৷
advertisement
কোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগ আটতে থাকায় পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ ২০১৪ সালে মাদ্রাসায় ২৬০০ -এর বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে ৷ এর ফলে পুরো প্রক্রিয়া আটকে যায় ৷
advertisement
তবে সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে যে যাদের ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের রায়ের উপর নির্ভর করবে ৷ এবং আপাতত আর নতুন কোনও নিয়োগ করা যাবে না ৷
এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত ১২ জুলাই জানাবে সুপ্রিম কোর্ট ৷ কলকাতা হাইকোর্টের রায়ে জানানো হয় যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অসাংবিধানিক এবং অবৈধ ৷ হাইকোর্ট মাদ্রাসাগুলির নির্দিষ্ট ম্যানেজিং কমিটিগুলিকে নিয়োগের দায়িত্ব দিয়েছিল ৷
advertisement
এরপর সুপ্রিম কোর্টে মামলা করা হলে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement