চার বছর পর পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

File Photo

File Photo

চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷

  • Last Updated :
  • Share this:

    #নয়াদিল্লি: চার বছর পর পশ্চিমবঙ্গে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের অনুমতি দিল শীর্ষ আদালত ৷ গত কয়েক বছর ধরেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষক না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল মাদ্রাসাগুলিকে ৷ এবার "stop gap arrangement" হিসেবে নতুন নিয়োগের অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷

    আরও পড়ুন: ভাগাড়ের মাংসের পর এবার নজরে মোমের প্রলেপ দেওয়া আপেল

    সরকারি অনুদানপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ২,৬০০-এর বেশি শিক্ষক নিয়োগ গত চার বছর ধরে আটকে ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে ৷ এবার সেই নির্দেশ প্রত্যাহার করল শীর্ষ আদালত ৷

    অরুণ মিশ্র ও উদয় উ ললিতের বেঞ্চ ছাত্র-ছাত্রীদের শিক্ষার কথা মাথায় রেখে শূণ্যপদে নিয়োগের অনুমতি দিল ৷

    আরও পড়ুন: নিষেধ না মেনে সমুদ্রে মৎস্যজীবীরা, বঙ্গোপসাগরে নিখোঁজ ১০

    কোর্টের তরফে জানানো হয়েছে, নিয়োগ আটতে থাকায় পড়ুয়াদের সমস্যার মুখে পড়তে হয়েছে ৷ ২০১৪ সালে মাদ্রাসায় ২৬০০ -এর বেশি শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হয়েছিল ৷ কিন্তু তার উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্টে ৷ এর ফলে পুরো প্রক্রিয়া আটকে যায় ৷

    তবে সুপ্রিম কোর্টের রায়ে জানানো হয়েছে যে যাদের ২০১৪ সালের বিজ্ঞপ্তিতে নিয়োগ করা হচ্ছে তাদের চাকরি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের রায়ের উপর নির্ভর করবে ৷ এবং আপাতত আর নতুন কোনও নিয়োগ করা যাবে না ৷

    আরও পড়ুন: লাইনচ্যুত জম্মু তাওয়াই-কলকাতা এক্সপ্রেস, ব্যহত ট্রেন চলাচল

    এই মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত ১২ জুলাই জানাবে সুপ্রিম কোর্ট ৷ কলকাতা হাইকোর্টের রায়ে জানানো হয় যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন অসাংবিধানিক এবং অবৈধ ৷ হাইকোর্ট মাদ্রাসাগুলির নির্দিষ্ট ম্যানেজিং কমিটিগুলিকে নিয়োগের দায়িত্ব দিয়েছিল ৷

    আরও পড়ুন: রাজস্থানের শিক্ষামন্ত্রীর নাক-কান কাটার হুমকি দিল করণি সেনা !

    এরপর সুপ্রিম কোর্টে মামলা করা হলে নিয়োগ প্রক্রিয়া থমকে যায় ৷

    First published:

    Tags: Madrasa, Teachers Recruitment, West bengal