Maharashtra News: স্বপ্নে ফিরে এল মৃত মা, পরের দিনই কিশোরের মর্মান্তিক পরিণতি! শেষ চিঠিতে কী লিখল মেধাবী ছাত্র?

Last Updated:

শিবশরণ নামে ওই ছাত্রটি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিল৷ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত শিবশরণ৷ নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে৷

News18
News18
তিন মাস আগে মৃত্যু হয়েছিল মায়ের৷ তার পর থেকেই মনমরা হয়ে থাকত ১৬ বছরের কিশোর৷ শেষ পর্যন্ত, মামাবাড়ি থেকে উদ্ধার হল সেই কিশোরের ঝুলন্ত দেহ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে৷
জানা গিয়েছে, তিন মাস আগে জন্ডিসে আক্রান্ত হয়ে ওই কিশোরের মায়ের মৃত্যু হয়েছিল৷ কিশোরের মৃতদেহ উদ্ধারের পর তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ সেখানে ওই কিশোর লিখেছে, স্বপ্নে নিজের মৃত মাকে দেখেছিল সে৷ মা তাকে নিজের কাছে আসার জন্য বলেছিলেন বলেও সুইসাইড নোটে লিখে গিয়েছে ওই কিশোর৷
advertisement
শিবশরণ নামে ওই ছাত্রটি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিল৷ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত শিবশরণ৷ নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে৷
advertisement
সুইসাইড নোটে ছাত্রটি লিখেছে, আমি শিবশরণ৷ আমি নিজেকে শেষ করে দিচ্ছি কারণ আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই৷ আমার মা চলে যাওয়ার সময়ই আমারও চলে যাওয়া উচিত ছিল৷ কিন্তু নিজের মামা আর ঠাকুমার মুখ চেয়ে আমি বেঁচে ছিলাম৷ কিন্তু গতকাল স্বপ্নে মা আমার কাছে এসেছিল৷ মা আমাকে জিজ্ঞেস করল আমি এত মনমরা হয়ে আছি কেন৷ মা আমাকে নিজের কাছে চলে আসতে বলল৷ তাই আমি ভাবলাম নিজেকে শেষ করে দিই৷ আমি আমার মামা আর ঠাকুমার কাছে কৃতজ্ঞ৷ কারণ ওরা আমার জন্য অনেক করেছে৷ আমাকে খুব ভালবাসত ওরা৷
advertisement
ওই ছাত্র আরও জানিয়ে গিয়েছে৷ তার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়৷ তার ঠাকুমাকে যাতে তার বাবার কাছে না পাঠানো হয়, সেই অনুরোধও করে গিয়েছে ওই কিশোর৷ সোলাপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে৷
DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra News: স্বপ্নে ফিরে এল মৃত মা, পরের দিনই কিশোরের মর্মান্তিক পরিণতি! শেষ চিঠিতে কী লিখল মেধাবী ছাত্র?
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement