Maharashtra News: স্বপ্নে ফিরে এল মৃত মা, পরের দিনই কিশোরের মর্মান্তিক পরিণতি! শেষ চিঠিতে কী লিখল মেধাবী ছাত্র?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শিবশরণ নামে ওই ছাত্রটি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিল৷ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত শিবশরণ৷ নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে৷
তিন মাস আগে মৃত্যু হয়েছিল মায়ের৷ তার পর থেকেই মনমরা হয়ে থাকত ১৬ বছরের কিশোর৷ শেষ পর্যন্ত, মামাবাড়ি থেকে উদ্ধার হল সেই কিশোরের ঝুলন্ত দেহ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের সোলাপুরে৷
জানা গিয়েছে, তিন মাস আগে জন্ডিসে আক্রান্ত হয়ে ওই কিশোরের মায়ের মৃত্যু হয়েছিল৷ কিশোরের মৃতদেহ উদ্ধারের পর তার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷ সেখানে ওই কিশোর লিখেছে, স্বপ্নে নিজের মৃত মাকে দেখেছিল সে৷ মা তাকে নিজের কাছে আসার জন্য বলেছিলেন বলেও সুইসাইড নোটে লিখে গিয়েছে ওই কিশোর৷
advertisement
শিবশরণ নামে ওই ছাত্রটি দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছিল৷ চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত শিবশরণ৷ নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল সে৷
advertisement
সুইসাইড নোটে ছাত্রটি লিখেছে, আমি শিবশরণ৷ আমি নিজেকে শেষ করে দিচ্ছি কারণ আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই৷ আমার মা চলে যাওয়ার সময়ই আমারও চলে যাওয়া উচিত ছিল৷ কিন্তু নিজের মামা আর ঠাকুমার মুখ চেয়ে আমি বেঁচে ছিলাম৷ কিন্তু গতকাল স্বপ্নে মা আমার কাছে এসেছিল৷ মা আমাকে জিজ্ঞেস করল আমি এত মনমরা হয়ে আছি কেন৷ মা আমাকে নিজের কাছে চলে আসতে বলল৷ তাই আমি ভাবলাম নিজেকে শেষ করে দিই৷ আমি আমার মামা আর ঠাকুমার কাছে কৃতজ্ঞ৷ কারণ ওরা আমার জন্য অনেক করেছে৷ আমাকে খুব ভালবাসত ওরা৷
advertisement
ওই ছাত্র আরও জানিয়ে গিয়েছে৷ তার মৃত্যুর জন্য আর কেউ দায়ী নয়৷ তার ঠাকুমাকে যাতে তার বাবার কাছে না পাঠানো হয়, সেই অনুরোধও করে গিয়েছে ওই কিশোর৷ সোলাপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে৷
DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2025 5:39 PM IST