Ambani Security Cover: আম্বানি পরিবারকে নিরাপত্তা জোগাবে কেন্দ্র সরকারই, জানাল সুপ্রিম কোর্ট

Last Updated:

Supreme Court: শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, আম্বানি পরিবারই এই ধরনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণের খরচ বহন করবে।

Ambani Security Cover
Ambani Security Cover
#নয়াদিল্লি: আম্বানি পরিবারকে নিরাপত্তা বেষ্টনী সরবরাহের কাজ চালিয়ে যেতে পারে কেন্দ্র। জানিয়েছে ভারতের প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বে সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। ত্রিপুরা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার আবেদনকে খারিজ করে দিয়েছে আদালত। রিলায়েন্স সংস্থার মালিকদের জন্য কেন্দ্র সরকারের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিল ওই মামলা। শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, আম্বানি পরিবারই এই ধরনের নিরাপত্তা রক্ষণাবেক্ষণের খরচ বহন করবে।
লাইভ ল-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ভারতের প্রধান বিচারপতি রমনা, বিচারপতি কৃষ্ণ মুরারি এবং হিমা কোহলির বেঞ্চ জনস্বার্থ মামলা দায়েরকারী আবেদনকারীর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং জানান ত্রিপুরা হাইকোর্টের এই আবেদনটি গ্রহণ করার দরকার নেই।
advertisement
advertisement
“এটি বিতর্কিত নয় যে ভারতের কিছু বড় এবং সবচেয়ে বিশিষ্ট কোম্পানির প্রবর্তক এবং পরিচালকদের সঙ্গে বিষয়টি জড়িত। তাঁদের জীবনে হুমকির অস্তিত্বকে অবিশ্বাস করারও কোনও কারণ নেই,” জানিয়েছে বেঞ্চ। “আবেদনকারী ইতিমধ্যেই এই হুমকি সম্পর্কে সচেতন এবং তাই নিরাপত্তা প্রদান করা হয়েছে। বম্বে হাইকোর্ট এর আগেও Z+ নিরাপত্তার প্রয়োজনীয়তা স্বীকার করেছে। এই পরিস্থিতিতে, আমরা একটি তৃতীয় পক্ষের দায়ের করা পিআইএলে এই বিষয়টিকে আর গুরুত্ব দিতে আগ্রহী নই,” জানিয়েছে বেঞ্চ।
advertisement
ত্রিপুরা হাইকোর্ট বিকাশ সাহা নামে একজনের দায়ের করা একটি পিআইএলে ৩১ মে এবং ২১ জুন দু’টি অন্তর্বর্তীকালীন আদেশ দেয় এবং কেন্দ্রীয় সরকারকে হুমকি এবং মূল্যায়ন প্রতিবেদন সম্পর্কিত স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কাছে থাকা মূল ফাইলটি রাখার নির্দেশ দেয়। যার ভিত্তিতেই আম্বানি, তাঁর স্ত্রী ও সন্তানদের নিরাপত্তা দেওয়া হয়েছে।
advertisement
সলিসিটর জেনারেল তুষার মেহতা, কেন্দ্রের পক্ষে জানিয়েছিলেন, ত্রিপুরায় পিআইএল আবেদনকারী বিকাশ সাহার মুম্বইয়ের ব্যক্তিদের সুরক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ambani Security Cover: আম্বানি পরিবারকে নিরাপত্তা জোগাবে কেন্দ্র সরকারই, জানাল সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement