Kunal Ghosh on SSC: “ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়, অভিষেককে ডেপুটেশন দিন": টেট প্রার্থীদের উদ্দেশ্যে কুণাল ঘোষ
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Abhishek Banerjee: টেট প্রার্থীদের উদ্দেশ্যে কুণাল বলেন, “ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়৷ আপনারা সরে যান। আপনারা ডেপুটেশন অভিষেককে পাঠিয়ে দিন।”
#কলকাতা: নিয়োগ চান, চাকরি চান অভিষেক, আর তাই এসএসসি’র আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অভিষেক বন্দোপাধ্যায়। আন্তরিকভাবে নিয়োগের এই জট খোলার চেষ্টা করছেন তিনি, এমনটাই দাবি কুণাল ঘোষের। টেট প্রার্থীরাও সমাধানের আশায় ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ের সামনে অবস্থানে বসেছেন। তাঁদের উদ্দেশ্যে কুণাল বলেন, “ক্যামাক স্ট্রিট বসার জায়গা নয়৷ আপনারা সরে যান। আপনারা ডেপুটেশন অভিষেককে পাঠিয়ে দিন।” কুণাল এদিন বলেন, “মোদি তো বছরে ২ কোটি চাকরি দেবেন বলেছিলেন। আট বছরে কি ১৬ কোটি চাকরি হয়েছে? তাহলে কি বিজেপি নেতাদের বাড়ির সামনে গিয়ে বসবেন? যারা বসে আছেন তাঁদের বলছি, একটু সময় দিন। অভিষেক বন্দোপাধ্যায় ঠিক ব্যবস্থা করবেন।”
পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গকে এড়িয়ে কুণাল “যে বা যারা ভুল করেছেন” তাঁদের নজিরবিহীন শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, সমস্যা সমাধানে অভিষেক তৎপর হলেও বিরোধী বাম-বিজেপি-কংগ্রেস এই পদক্ষেপ নিয়ে রাজনীতি করছে৷ “আসলে এরাই জট তৈরি করতে চাইছে। জট, যন্ত্রণা দিয়ে রাজনীতি করতে চাইছেন। অভিষেক বৈঠকে সরকারি প্রতিনিধিকে ডাকেননি৷ দিল্লিতে নাড্ডা কেন্দ্রীয় বিদেশ মন্ত্রীকে পাশে বসিয়ে একাধিক বৈঠক করছেন৷ বাম আমলেও আলিমুদ্দিনে বৈঠক হয়েছে,” বলেন কুণাল।
advertisement
advertisement
পার্থ চট্টোপাধ্যায়ের নামোল্লেখ না করে কুণাল বলেন, “মুখ্যমন্ত্রী যাঁদের দায়িত্ব দিয়েছিলেন, অস্বীকার করে লাভ নেই, সেখানে ভুল হয়েছে। দোষীদের শাস্তি হোক, তদন্ত হোক।” অভিষেক বন্দোপাধ্যায় এসএসসি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন মানেই সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলেই মনে করছেন কুণাল।
advertisement
গতকালের বৈঠক মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া হয়েছে এই ধারণাকে নস্যাৎ করে কুণাল বলেন, “আসলে বিরোধীরা সমাধানকে ভেস্তে দিতে চান। বিরোধীরা চান না সমস্যার সমাধান হোক। যাঁরা আন্দোলন করছেন তাঁদের যন্ত্রণা আমরা বুঝতে পারছি। আবেগ ভুল নয়৷ কিন্তু বিরোধীরা আবেগকে ভুল পথে প্ররোচিত করছেন।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
July 30, 2022 1:32 PM IST