CBSE দশম শ্রেণীর ফলপ্রকাশ, কমল পাশের হার
Last Updated:
প্রকাশিত হল CBSE দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গতবছরের তুলনায় এবছর কমেছে পাশের হার ৷ এবছর পাশের হার কমে দাঁড়াল ৯৬.৩১ শতাংশ ৷ গতবছর পাশের হার ছিল ৯৭.৩২ শতাংশ ৷
#কলকাতা: প্রকাশিত হল CBSE দশম শ্রেণির পরীক্ষার ফলাফল ৷ গতবছরের তুলনায় এবছর কমেছে পাশের হার ৷ এবছর পাশের হার কমে দাঁড়াল ৯৬.৩১ শতাংশ ৷ গতবছর পাশের হার ছিল ৯৭.৩২ শতাংশ ৷
দ্বাদশ শ্রেণীর মতো দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষাতেও বাজিমাত করেছে ছাত্রীরা ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি ৷ পাশের হারে সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে কেরলের তিরুবনঅন্তপুরম ৷ কেরলে পাশের হার ৯৯.৮৪% ৷ তারপর রয়েছে চেন্নাই। সেখানে পাশের হার ৯৯.৬৯ শতাংশ।
কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুল জওহরলাল নবোদয় বিদ্যালয়ে পাশের হার ৯৮.৮৭ শতাংশ। কেন্দ্রীয় বিদ্যালয়গুলির পাশের হার ৯৮.৮৫ শতাংশ। বেসরকারি স্কুলগুলির পাশের হার ৯৭.৭২ শতাংশ। সরকারি স্কুলগুলির পাশের হার ৮৬.৬১ শতাংশ।
advertisement
advertisement
এবারে মোট ১৪,৯৯, ১২২ জন পরীক্ষার্থী বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৷ যার মধ্যে ছাত্রের সংখ্যা ৮,৯২,৬৮৫ ও ছাত্রীর সংখ্যা ছিল ৬,০৬,৪৩৭ জন ৷
এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন -
www.cbsc.nic.in
www.results.nic.in
www.cbseresults.nic.in
এছাড়াও ফোন করেও জানা যাবে পরীক্ষার রেজাল্ট জানা যাবে ৷ রেজাল্ট জানতে ফোন করতে হবে-
advertisement
011 2430 0699 এবং 011 -28127030
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2016 1:54 PM IST