BS Yediyurappa's granddaughter Committed Suicide|| ৬ মাসের সন্তান রেখে আত্মঘাতী ইয়েদুরাপ্পার নাতনি সৌন্দর্যা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
BS Yediyurappa's granddaughter Committed Suicide: সন্তানের জন্ম দেওয়ার পর থেকে তিনি অবসাদে (post-pregnancy depression) ভুগছিলেন। সম্ভবত সেই মানসিক অস্থিরতা থেকেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা।
#বেঙ্গালুরু: আত্মঘাতী হলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী (former Karnataka Chief Minister) তথা বিজেপি নেতা (Bharatiya Janata Party leader) বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) নাতনি সৌন্দর্যা। মাত্র ৩০ বছর বয়সে শুক্রবার ২৮ জানুয়ারি গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন তিনি। তাঁর দেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য Bowring হাসপাতালে পাঠিয়েছে। সেখানে পরিবারের পাশে রয়েছেন রাজ্য বিজেপির বিভিন্ন স্তরের নেতা-নেত্রীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরু সেন্টালে মাউন্ট কারমেল কলেজের কাছে একটি অভিজাত অ্যাপার্টমেন্টে স্বামীর সঙ্গে থাকতেন বিএস ইয়েদুরাপ্পার (BS Yediyurappa) নাতনি সৌন্দর্যা। সৌন্দর্যা এবং তাঁর স্বামী দু'জনেই পেশায় চিকিৎসক। মাত্র দু 'বছর আগে বিয়ে তাঁদের। সৌন্দর্যার ছ'মাসের সন্তান রয়েছে।
আরও পড়ুন: দেশে করোনার গ্রাফ নিম্নমুখী, রাজ্যে কমল কোভিড পরীক্ষার খরচ
সূত্রের খবর, সন্তানের জন্ম দেওয়ার পর থেকে তিনি অবসাদে (post-pregnancy depression) ভুগছিলেন। সম্ভবত সেই মানসিক অস্থিরতা থেকেই এই সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা। সৌন্দর্যা বেঙ্গালুরুর MS Ramaiah hospital-এ কর্মরত ছিলেন। সৌন্দর্যা, বিএস ইয়েদুরাপ্পার বড় মেয়ে পদ্মার প্রথম সন্তান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 28, 2022 2:57 PM IST