কলকাতা: দেশে করোনা সংক্রমণের গ্রাফ গত বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ৷ তবে এখনও বিপদ সম্পূর্ণ কাটেনি বলেই মত চিকিৎসকদের ৷ করোনার (Covid-19) তৃতীয় ঢেউ এখনও বিপজ্জনক জায়গাতেই রয়েছে ৷ দেশের দৈনিক সংক্রমণ আড়াই লক্ষের উপরেই রয়েছে (Coronavirus in India) ৷
আরও পড়ুন-কুয়াশার চাদরে ঢাকা পাহাড়, হাড়-হিম করা ঠান্ডায় কাঁপছে দার্জিলিং থেকে শিলিগুড়ি!
শুক্রবার, ২৯ জানুয়ারি সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যা অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫১ হাজার ২০৯ জন। একদিনে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২৭ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩ জন। রিপোর্ট বলছে, এই মুহূর্তে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ২১ লক্ষ ৫ হাজার ৬১১ জন। এরই সঙ্গে দেশে মোট ভ্যাকসিনেশনের সংখ্যা ১,৬৪,৪৪,৭৩,২১৬ ৷
India reports 2,51,209 new #COVID19 cases, 627 deaths and 3,47,443 recoveries in the last 24 hours
Active case: 21,05,611 (5.18%) Daily positivity rate: 15.88% Total Vaccination : 1,64,44,73,216 pic.twitter.com/vz7DhaPdvz — ANI (@ANI) January 28, 2022
পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে করোনা সংক্রমণ আগের থেকে কিছুটা হলেও কমেছে বলে দাবি করল স্বাস্থ্য মন্ত্রক ৷ তবে ওড়িশা, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে এখনও করোনার ডেল্টা প্রজাতি সক্রিয় রয়েছে বলে সতর্ক করেছে কেন্দ্র ৷
আরও পড়ুন-আলিপুর জেলে গড়ে উঠছে ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম, কাজ শুরু করল হিডকো
পাশাপাশি পশ্চিমবঙ্গবাসীর জন্য ভালো খবর ৷ আরটিপিসিআর পরীক্ষার (RTPCR Test) খরচ কমাল রাজ্য সরকার। ৯৫০ টাকার পরিবর্তে এবার ৫০০ টাকা করা হল আরটিপিসিআর টেস্টের খরচ। টেস্টের কিট এবং অন্যান্য সরঞ্জামের বাজারদর কমাতেই খরচ কমানোর নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন। খরচ কমায় করোনার উপসর্গ থাকলে এখন আরও বেশি সংখ্যায় মানুষ পরীক্ষা করাবেন বলেই মনে করা হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus