আজ, শুক্রবারও রোদের দেখা নেই পাহাড় থেকে উত্তরবঙ্গের সমতলে। গতকাল, বৃহস্পতিবার কার্শিয়ংয়ের বেশ কয়েক জায়গায় তুষারপাত হয়েছে। Story: Parthapratim Sarkar আজও শৈলশহর দার্জিলিং থেকে কালিম্পং, কার্শিয়ং থেকে মিরিকে হাড়হিম করা ঠান্ডা। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়। দার্জিলিংয়ে ২ ডিগ্রির কাছাকাছি নেমে এসেছে তাপমাত্রা। খাঁ খাঁ করছে দার্জিলিংয়ের ম্যালও! কালিম্পংয়ে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রির আশপাশে। তার প্রভাব পড়েছে সমতলের শিলিগুড়িতেও। সমতলেও তাপমাত্রার পারদ নেমে এসেছে ৯-১০ ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় কার্যত কাবু শহরবাসী। ঠান্ডার দ্বিতীয় ইনিংস শুরু! উষ্ণতার খোঁজে ভিড় জমছে চায়ের দোকানে।