Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?

Last Updated:

ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা (Baby girl found dead inside microwave)৷

মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
#দিল্লি: মাইক্রোওয়েভের (Microwave) মধ্যে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির (Delhi) চিরাগ দিল্লি এলাকায়৷ গতকাল দুপুরে শিশুকন্যার দেহ উদ্ধার হয়৷ শিশুটির বাবা- মা গুলশন কৌশিক এবং ডিম্পল কৌশিককে আটক করে জেরা শুরু করেছে পুলিশ৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে পুলিশ৷
দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে এনডিটিভি দাবি করেছে, ঘটনায় প্রাথমিক ভাবে শিশুটির মাকেই সন্দেহ করা হচ্ছে৷ কারণ শিশুকন্যার জন্ম দেওয়ায় শুরু থেকেই হতাশ ছিলেন ওই মহিলা৷
advertisement
ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা৷
advertisement
প্রতিবেশী এক ব্যক্তিই শিশুকন্যার মৃত্যুর সংবাদ পুলিশকে জানান৷ ওই ব্যক্তির দাবি, ঘটনার পরই নিজেকে ঘরে তালাবন্ধ করে রাখেন ওই ডিম্পল৷ এর পর ডিম্পলের শাশুড়ি চিৎকার- চেঁচামেচী শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন৷
advertisement
ওই প্রতিবেশীর কথায়, 'কাচ ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ওই মহিলা এবং তাঁর ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন৷ কিন্তু দু' মাসের অনন্যাকে আমরা দেখতে পাইনি!'
এর পরেই অনন্যার ঠাকুমা এবং প্রতিবেশীরা মিলে শিশুটির খোঁজে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালান৷ শেষ পর্যন্ত মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷ ঘটনার সময় শিশুটির বাবা নিজের দোকানে ছিলেন বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement