Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?

Last Updated:

ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা (Baby girl found dead inside microwave)৷

মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ প্রতীকী ছবি, Photo-Reuters
#দিল্লি: মাইক্রোওয়েভের (Microwave) মধ্যে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে দক্ষিণ দিল্লির (Delhi) চিরাগ দিল্লি এলাকায়৷ গতকাল দুপুরে শিশুকন্যার দেহ উদ্ধার হয়৷ শিশুটির বাবা- মা গুলশন কৌশিক এবং ডিম্পল কৌশিককে আটক করে জেরা শুরু করেছে পুলিশ৷ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করেছে পুলিশ৷
দিল্লি পুলিশের এক সিনিয়র অফিসারকে উদ্ধৃত করে এনডিটিভি দাবি করেছে, ঘটনায় প্রাথমিক ভাবে শিশুটির মাকেই সন্দেহ করা হচ্ছে৷ কারণ শিশুকন্যার জন্ম দেওয়ায় শুরু থেকেই হতাশ ছিলেন ওই মহিলা৷
advertisement
ওই দম্পতির একটি চার বছরের ছেলেও রয়েছে৷ গত জানুয়ারি মাসে অনন্যা নামে ওই শিশুকন্যার জন্ম দেন িডম্পল নামে ওই মহিলা৷
advertisement
প্রতিবেশী এক ব্যক্তিই শিশুকন্যার মৃত্যুর সংবাদ পুলিশকে জানান৷ ওই ব্যক্তির দাবি, ঘটনার পরই নিজেকে ঘরে তালাবন্ধ করে রাখেন ওই ডিম্পল৷ এর পর ডিম্পলের শাশুড়ি চিৎকার- চেঁচামেচী শুরু করলে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন৷
advertisement
ওই প্রতিবেশীর কথায়, 'কাচ ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি ওই মহিলা এবং তাঁর ছেলে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন৷ কিন্তু দু' মাসের অনন্যাকে আমরা দেখতে পাইনি!'
এর পরেই অনন্যার ঠাকুমা এবং প্রতিবেশীরা মিলে শিশুটির খোঁজে বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালান৷ শেষ পর্যন্ত মাইক্রোওয়েভ ওভেনের ভিতর থেকে শিশুটির দেহ উদ্ধার হয়৷ ঘটনার সময় শিশুটির বাবা নিজের দোকানে ছিলেন বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Baby girl found dead inside microwave: মাইক্রোওয়েভের ভিতরে মিলল দু' মাসের শিশুকন্যার দেহ! মেয়ের হত্যাকারী মা?
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement