Viral News: ভারতীয় সেনায় চাকরি চায় যুবক! প্রতি রাতে ১০ কিলোমিটার দৌড়ে চলছে প্রস্তুতি
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Viral News: সোশ্যাল মিডিয়ায় এই কিশোরের খবর শেয়ার করেছিলেন পরিচালক বিনোদ কাপরি।
#নয়াদিল্লি: ভারতীয় সেনায় চাকরি চাই, সেই কারণেই দীর্ঘদিন ধরে টানা একই রকম অনুশীলন করে চলেছে ছেলে। মানে শুধু সাধারণ অনুশীলন নয়, রোজ রাতে, কাজের পর ১০ কিলোমিটার করে দৌড়ানো অভ্যাস করছে সে। তবে শুধু তাই নয়, নিজের পেটের ভাত জোগাড় করতে তাঁকে কাজও করতে হয়। নয়ডার সেক্টর ১৬-এর ম্যাকডোনাল্ডস-এ কাজ করে এই কিশোর। সারাদিন কাজের পর চলে প্রস্তুতি।
আরও পড়ুন: শেষ হল একটা যুগ, 'দেব'-হীন হল সিপিএম!
সোশ্যাল মিডিয়ায় এই কিশোরের খবর শেয়ার করেছিলেন পরিচালক বিনোদ কাপরি। তিনিই প্রথম বলেছিলেন, এই ম্যাকডোনাল্ডসের দোকানে এই কিশোর ১১টা পর্যন্ত কাজ করেন। প্রদীপ মেহরার নামে এই বিষয়টি শেয়ার করেছেন বিনোদ। তিনি প্রথমেই বলেছিলেন এই বিষয়টি ভাইরাল হতে পারে। তাই নিয়ে সেই ছেলেটি অবশ্য ভিডিওতে বলেছে কী আর করছি, দৌঁড়চ্ছিই তো।
advertisement
लड़के में है दम… सौजन्य : @vinodkapri pic.twitter.com/nRVKEm51cW
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) March 21, 2022
advertisement
বিনোদ কাপরি অবশ্য ওই কিশোরকে বলেছেন, এ ভাবে পরিশ্রম করলে নিশ্চয়ই একদিন সাফল্য পাবে। কেউ কেউ অবশ্য বলেছেন, এই ছেলেটিকে কাশ্মীরে দৌড় করানো উচিত, কেউ কেউ বলেন, ভারতের সীমান্তে দৌড় করালে ও ঠিক বুঝতে পেরে যাবে। যদিও পরে প্রদীপ মেহরা বিনোদ কাপরিকে বলেছেন, এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অসংখ্য ফোন কল সে পেয়েছে গ্রাম থেকে। এমনকী কল করেছেন অনেক সেনা জওয়ানও। তাই নতুন করে লড়াই করার সাহসও পেয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2022 4:13 PM IST